সর্বোচ্চ উইকেট লিঁও’র; দ্বিতীয় স্থানে সাকিব

হাওর বার্তা ডেস্কঃ আজই শেষ হওয়া বাংলাদেশ-অস্ট্রেলিয়া দু’ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন সফরকারী দলের অফ-স্পিনার নাথান লিঁও। ৪ ইনিংসে ২২ উইকেট নিয়েছেন তিনি। ঢাকায় সিরিজের প্রথম টেস্টে ৯ ও চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৩ উইকেট নেন লিঁও। তাই চট্টগ্রাম টেস্টেও সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। এ ছাড়া সতীর্থ ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের সঙ্গে যৌথভাবে সিরিজ সেরাও হন লিঁও।

১২ উইকেট নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৮ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী শীর্ষ পাঁচ বোলার :

খেলোয়াড় ম্যাচ ইনিংস ওভার রান উইকেট
নাথান লিঁও ২ ৪ ১৩৩.৫ ৩১৫ ২২
সাকিব আল হাসান ২ ৪ ৯০.৫ ২৭০ ১২
মেহেদি হাসান মিরাজ ২ ৩ ৮৩.০ ২৩৫ ৮
অ্যাস্টন আগার ২ ৪ ৬১.৪ ১৬২ ৭
প্যাট কামিন্স ২ ৪ ৬৩.০ ১৭৪ ৬

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর