দিপু সিদ্দিকীঃ
ছেলেটি কাঁচি হাতে ঘাস কেটে আনত,
খালি পায়ে ছুটে যেত—
গরুটার চোখে খুঁজত বন্ধুত্বের ভাষা।
রোদে, বৃষ্টিতে একসঙ্গে বেড়ে ওঠা—
জলে-ভেজা দুচোখে জমেছে অদৃশ্য চুক্তি।
চাঁদের ঈদ আসতেই নেমে এলো বিদায়ের ছায়া।
হাটে হাঁকার ঠিক আগে—
এক নিঃশব্দ মুহূর্তে কপাল ছুঁয়ে জানায় শেষ ভালোবাসা।
গরুর চোখে এক ফোঁটা জল,
কে জানে—মানুষ না পশু, কে কাঁদল বেশি?
এ কেবল একটি কোরবানি নয়—
এ এক অন্তিম আলিঙ্গন,
যেখানে ভালোবাসা নিজের ভাষা খুঁজে পায় অশ্রুজলে।
ঈদের আগের রাত একটা ৫৫ মিনিট,০৬মে ২০২৫