জাতীয় চলচ্চিত্র দিবস আজ

হাওর বার্তা ডেস্কঃ চলচ্চিত্র শিল্প যে কোন দেশের শিল্প-সংস্কৃতি বিকাশের অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু বাংলাদেশের চলচ্চিত্র মাধ্যমের আজ বড় করুন দশা। দেশের ১৫০০ সিনেমা হলের মধ্যে বর্তমানে ১৭০ টি সিনেমা হল চালু আছে। এক সময় বছরে ৭০ থেকে ৮০টি চলচ্চিত্র নির্মিত হতো এবং সারাদেশের সিনেমা হলগুলোতে মুক্তি পেত। বর্তমানে বছরে ১৫ থেকে সর্বোচ্চ ২০ টি সিনেমা নির্মিত হয়।
চলচ্চিত্র শিল্পের এই যখন বেহাল দশা তখন আজ পালিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৩ এপ্রিল তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন। এই দিনকে স্মরণ করে ২০১২ সালে প্রথমবার জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়। সেই ধারাবাহিকতায় এ বছরও পালিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র উৎসব এবং একই সাথে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রতিষ্ঠা দিবসও। এ উপলক্ষে বিএফডিসি এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এফডিসি ও শিল্পকলা একাডেমিতে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিনব্যাপি থাকছে শোভাযাত্রা, স্থিরচিত্র প্রদর্শনী, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা অনুষ্ঠান।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর