,

1634894314.Masud-protik-

নির্মাতা মাসুদ পথিকের আট বছরের ছেলের মৃত্যু

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় নির্মাতা মাসুদ পথিকের একমাত্র ছেলে অনুসূর্য মারা গেছে। তার বয়স হয়েছিল আট বছর।

বৃহস্পতিবার বিকেল পাচ টায় পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় সে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

মাসুদ পথিকের পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে গোসল করতে যায় অনুসূর্য। অনেকক্ষণ হয়ে গেলেও সে বের হচ্ছিল না। ডাকাডাকি করে সাড়া না পেলে দরজা ভেঙে বাথরুমে তাকে মৃত পাওয়া যায়।

আরও জানা গেছে, জানাজা শেষে নরসিংদীতে গ্রামের বাড়িতে সমাহিত করা হবে অনুসূর্যকে। ছেলের আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন মাসুদ পথিক।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর