হাওর বার্তা ডেস্কঃ বক্তব্যধর্মী নাটক লিখে প্রশংসিত নাট্যকার রাজীব মণি দাস। সারা বছরই নাটক লেখার কাজে ব্যস্ত থাকেন তিনি। তবে বিভিন্ন উত্সব আয়োজনে তার কর্ম ব্যস্ততা বৃদ্ধি পায়। সেই ধারাবাহিকতায় আগামী দুর্গাপূজা উপলক্ষ্যেও চারটি নাটক লিখেছেন তিনি।
দুর্গাপূজা উপলক্ষ্যে ১৩ অক্টোবর স্বপ্নের কারিগর ইউটিউব চ্যানেলে বিকাল ৩টায় প্রকাশ পাবে রাজীব মণি দাসের রচনায় ও হারুন রুশোর পরিচালনায় বিশেষ নাটক ‘ইটালিয়ান জামাই’। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয়ে দেখা যাবে আ খ ম হাসান, উর্মিলা শ্রাবন্তী কর, জামাল রাজা, অধরা প্রিয়া, সিরাজুল ইসলাম, আফরোজা হোসেন প্রমুখকে। দুর্গাপূজার অষ্টমীর দিন একুশে টেলিভিশনে ১২ অক্টোবর রাত ১০টায় প্রচার হবে বিশেষ নাটক ‘শুভ বিজয়া’। ১৫ অক্টোবর রাত ৮টায় দশমীর পূজায় এসএ টিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘বিসর্জন’। দুটি নাটকই পরিচালনা করেছেন সঞ্জয় রাজ।
অন্যদিকে চ্যানেল নাইনে দশমীর পূজার দিন রাত ১০টায় প্রচার হবে ‘বাঁশি’ নামের নাটকটি। এটি পরিচালনা করেছেন আল হারুন। আর নাটক তিনটি প্রযোজনা করেছে অরোরা অ্যাড মিডিয়া। নাটকের বিভিন্ন চরিত্রে দেখা যাবে— আহসানুল হক মিনু, শাহেদ শরিফ খান, ফারাজানা রিক্তা, সঞ্জয় রাজ, এনিলা তানজুম, সুমনা সোমা, রেবেকা রউফ, খলিলুর রহমান কাদেরী, আশরাফ করিব প্রমুখ।
নাটকগুলোর প্রসঙ্গে রাজীব মণি দাস বলেন, আমি সবসময় বক্তব্যনির্ভর নাটক লেখার চেষ্টা করি। তা ছাড়া উৎসব আয়োজনের নাটকগুলোতেও আনন্দের ছোঁয়া যে যেন থাকে, সেদিকে খেয়াল থাকে আমার। এবারও তার ব্যতিক্রম হয়নি। আশা করছি নাটকগুলো উপভোগ্যই হবে।