প্রাচ্য ও পাশ্চাত্যের ফিউশন: অনুরূপ আইচ ও সানিয়াত সাত্তারের নতুন সিঙ্গেল প্রকাশ

হাওর বার্তা ডেস্কঃ আবারো প্রকাশ পাচ্ছে অনুরূপ আইচের কথায় এবং সানিয়াত সাত্তারের সুর ও কণ্ঠে নতুন ইংরেজি ভাষায় সিঙ্গেল। গানটির নাম ‘ইনার ভয়েস’। আইটিউন্স, স্পটিফাই, আমাজন মিউজিকসহ বিশ্বের সব মিউজিক স্ট্রিমিং প্লাটফর্মে গানটি একযোগে প্রকাশিত হচ্ছে অস্ট্রেলিয়ার গান বাক্স মিউজিকের ব্যানারে। নতুন এ সিঙ্গেল সম্পর্কে সানিয়াত সাত্তার বলেন, গানটিতে অনুরূপ আইচ মানুষের মনোজগৎ ও আধ্যাত্মিক ব্যাপারে কথা বলেছেন। আমি চেষ্টা করেছি এই গানে পাশ্চাত্য ও উপমহাদেশীয় সুরের সমন্বয় ঘটিয়ে এক ধরনের আধ্যাত্মিক মূর্ছনা তৈরি করতে। সিন্থপপ ধারার এ গানটিতে আমি এক্সপেরিমেন্টাল ফিউশন তৈরি করেছি। আশাকরি আমার আগের সব সৃষ্টির মতো এ গানটিও বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাবে।

এ গান প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, সানিয়াত সাত্তার আমার অনেক পছন্দের শিল্পী আর দক্ষ সঙ্গীত পরিচালক। তার হাতে আমার সব গান অসাধারণ হয়ে ওঠে। ‘ইনার ভয়েস’ মানুষের মন ও আধ্যাত্মিক চেতনার গান। সানিয়াতের সুরে ও কণ্ঠে গানটি যেন এক ধরনের সার্বজনীনতা পেয়েছে। গানটি সবার ভালো লাগবে বলে আশা করছি।

উল্লেখ্য, গত জুলাই মাসে অনুরূপ আইচের কথা এবং সানিয়াত সাত্তারের সুর ও কণ্ঠে ‘লাভ ব্লাইন্ডেড’ শিরোনামের একক গানটি বিশ্বব্যাপী প্রকাশিত হয়,  যা ব্যাপক জনপ্রিয়তা পায় এবং  ইতোমধ্যে স্পটিফাই-এ দশ হাজার স্ট্রিম অতিক্রম করেছে।

ইংরেজি গানের জগতে অল্পদিনে বিশ্বব্যাপী জায়গা করে নেওয়া শিল্পী সানিয়াত সাত্তার ও বাংলাদেশের স্বনামধন্য গীতিকার অনুরূপ আইচ একসঙ্গে আরও কিছু গানের কাজ করছেন বলে জানিয়েছেন, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ২০২২ সালের বিশকাপ ফুটবল উপলক্ষে থিম সং।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর