সব সময় চাই চ্যালেঞ্জিং কাজ করতে

হাওর বার্তা ডেস্কঃ  জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর গানের নানা মাধ্যমে ব্যস্ত। বেরিয়েছে তার গাওয়া দুটি ফোক গানের ভিডিও। কনসার্টেও ফিরেছেন। পাশাপাশি চলছে ব্যবসার কাজ। এই তারকার সঙ্গে কথা বলেছেন রণ ফোক গান…

আধুনিক গানের শিল্পী হিসেবেই পরিচিতি পেয়েছি। কিন্তু ছোটবেলায় নানা ধরনের গানের চর্চা ছিল। ক্লাসিক্যাল শিখেছি, গাইতে ভালোবাসতাম নানা ধরনের গান। এখনো বিশ্বের বিভিন্ন ধরনের বিভিন্ন ভাষায় গান শুনতে পছন্দ করি। তাছাড়া শিল্পী হিসেবে সব সময় চাই চ্যালেঞ্জিং কাজ করতে। যেমন, বাবার (প্রখ্যাত নায়ক আলমগীর) পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ সিনেমার ‘গল্পকথার ঐ কল্পলোকে’ গানটিও চ্যালেঞ্জ নিয়ে গেয়েছিলাম। রুনা লায়লার সুরারোপিত এই গানটি প্রথমে শুনে মনে হয়েছিল, আমি এই রাগাশ্রয়ী গান কীভাবে গাইব? পরে চর্চা করতে করতে পারফেকশনের জায়গায় গিয়েছি বলেই বিজ্ঞ বিচারকরা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের যোগ্য মনে করেছিলেন। একই বিষয় ফোক গানের ক্ষেত্রেও। এর আগেও আমার অনেক মৌলিক গানে ফোক গানের ফ্লেভার ছিল। দর্শক-শ্রোতা সেগুলো দারুণভাবে গ্রহণ করে। তাই এবার চ্যালেঞ্জ নিয়ে একেবারে প্রতিষ্ঠিত দুটি ফোক গান করলাম আরটিভি ফোক স্টেশনের জন্য। গান দুটি হলো ‘আইসে দামান সাহেব হইয়া’ ও ‘সাগর কূলের নাইয়া’। দুটি গানেরই নতুন সংগীতায়োজন করেছেন জেকে মজলিশ। তার বেশকিছু গান সম্প্রতি দারুণ আলোচনায় এসেছে। আমার গান দুটি অবশ্য সেপ্টেম্বরের একেবারে শেষ দিকে এসেছে। অল্প দিনে বেশ ভালো সাড়া পাচ্ছি। দিন যত যাবে গানগুলো আরও দর্শকের কাছে পৌঁছাবে। কনসার্ট…

আমি মূলত স্টেজনির্ভর শিল্পী। ক্যারিয়ারের শুরু থেকেই সমানতালে স্টেজ শো করছি। তবে করোনাকালে স্টেজ থেকে বাধ্য হয়ে দীর্ঘদিন দূরে থাকতে হয়েছে। মন ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। যখনই পরিস্থিতি একটু ভালোর দিকে গেছে আমি স্টেজে গেয়েছি। এখন পরিস্থিতি বেশ ভালো। তাই সম্প্রতি আবারও একটি কনসার্টে গাইলাম। রেডিসন ব্লু হোটেলে এই শো আয়োজন করা হয়েছিল ইউনিভার্সিটি ডেন্টাল কলেজের সিলভার জুবিলি উদযাপন উপলক্ষে। আমার সঙ্গে আরও গেয়েছেন স্বপ্নীল সজীব।

ফ্যাশন ডিজাইনার…

করোনাকালের অখন্ড সময় কাজে লাগাতে আমার মধ্যকার ফ্যাশন ডিজাইনার সত্তা বেরিয়ে আসে! ‘মখমাল বাই আঁখি আলমগীর’ নামে একটি ফ্যাশন লাইন খুলেছি অনলাইনে। সম্প্রতি পূজার কালেকশন তুলেছি। এতদিন আমি শাড়িগুলোর মডেল হয়েছি। কিন্তু এবার আমার ডিজাইন করা শাড়ির মডেল হয়েছেন দেশের সুপার মডেল সাদিয়া ইসলাম মৌ। তার পরনের শাড়িতে রাজশাহী সিল্কের ওপর রঙিন সুতার কাজ। সোশ্যাল মিডিয়ায় সবাই খুব পছন্দ করেছে। ক্রেতাদের কাছ থেকেও দারুণ সাড়া পাচ্ছি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর