,

IMG_20210722_111446

নুসরাত ঈদে কী নতুন ইঙ্গিত দিলেন

হাওর বার্তা ডেস্কঃ টালিউড তারকা ও সাংসদ নুসরাত জাহান ঈদের দিন ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন। তবে এবার অন্যান্য বারের মতো ইনস্টাগ্রাম প্রোফাইলে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের কোনো ছবি নেই। তাহলে কী অন্তঃসত্ত্বা বলেই পরিবারের সঙ্গে উৎসবের কোনো ছবি নেই? এ প্রশ্ন অনেকের মনে জাগলেও কোনো উত্তর নেই।

বুধবার (২১ জুলাই) ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন আলোচিত-সমালোচিত এ অভিনেত্রী। আর সেখানে ‘লাভ বার্ডস’-এর ছবিতে দেখা গেছে তাকে।

ইনস্টাগ্রামের স্টোরিতে নুসরাতের মুখ স্পষ্ট নয়। তবে ‘লাভ বার্ডস’-এর ছবি প্রকৃত অর্থেই এঁকেছেন তিনি। চশমা চোখে দিয়ে বেশ মনোযোগী হয়ে ছবি আঁকছেন। সাদা ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন ‘লাভ বার্ডস’। হলুদ রঙের দুটি পাখি গায়ে গা ঘেঁষে বসে আছে। আর একে অন্যের ঘারে আদরের ঠোঁট ছুঁয়ে রেখেছে।

টালিউডের এ অভিনেত্রী লাভ বার্ডস দিয়ে পাখি দুটিকেই বুঝিয়েছেন কিনা তা নিয়ে প্রশ্ন নেটাগরিকদের। কেননা, পাখির ছবি দিয়ে নিজের প্রেমের গুঞ্জন জাহির করলেন, নাকি অন্য কিছু তা স্পষ্ট নয়।

সূত্র : আনন্দবাজার

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর