,

paoli-risingbd-inner-2107121046

বিকিনিতে উত্তাপ ছড়াচ্ছেন পাওলি

হাওর বার্তা ডেস্কঃ বোল্ডনেসের কথা বললে বঙ্গ তনয়া পাওলি দামকে ভুলে গেলে চলে না। ‘হেট স্টোরি’ সিনেমার জন্য সাহসী ফটোশুট করে বলিউডে চমক লাগিয়েছিলেন।

এ সিনেমার পোস্টারের জন্য টপলেস হয়ে পোজ দিয়েছিলেন পাওলি। বাঙালি হওয়ায় বিষয়টি নিয়ে একটু বেশি সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এবার লাল রঙের বিকিনিতে সমুদ্র সৈকতে দেখা দিলেন পাওলি। যা এখন অর্ন্তজালে উত্তাপ ছড়াচ্ছে।

ইনস্টাগ্রামে এ ছবি পোস্ট করেছেন পাওলি দাম

প্রকাশিত ছবিতে দেখা যায়—উষ্ণতা মেখে সমুদ্র সৈকতে সান বাথ নিচ্ছেন পাওলি। তার পরনে লাল রঙের বিকিনি। বালির ওপর তোয়ালে পেতে সূর্যস্নান করছেন তিনি। সমুদ্রের নীল জলের পাশে পাওলি তার আগুন রূপের দ‌্যুতি ছড়াচ্ছেন। সেই আগুনের উত্তাপ এখন ইন্টারনেটে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর