ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) বাঁচা-মরার লড়াইয়ে আজ মাঠে নামছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। শেষ চার নিশ্চিত করতে রাত সাড়ে আটটায় শুরু হতে যাওয়া রাজস্থান রয়্যালসের বিপক্ষের ম্যাচটি তাদের জিততেই হবে। ১৩ ম্যাচে ১৬ ও ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষ দুই দল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সমান সংখ্যক ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে কলকাতা। আজ কলকাতা হারলে পয়েন্ট টেবিলের পরের তিন দলের যে কেউ সেমিফাইনাল উঠে যাবে। এক্ষেত্রে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে হবে কলকাতাকে। পরের তিন দলÑ সানরাইজার্স হায়দারাবাদ, মুম্বই ইন্ডিয়ানস ও রাজস্থান রয়্যালসের পয়েন্ট সমান ১৪ করে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ জিতলে কলকাতা শেষ চার নিশ্চিত করবে। কিন্তু রাজস্থান জিতলেও নিশ্চিত থাকবে না। কারণ, রান রেটে এগিয়ে থেকে শেষ ম্যাচ জিতে তাদের টপকে যেতে পারে মুম্বই ও হায়বারাবাদ। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশর সিরিজ শেষে কলকাতায় যোগ দিয়ে প্রথম ম্যাচে সাকিব ২২ রানে ২ উইকেট ও ১৫ বলে ২৩ রান করেন।
সংবাদ শিরোনাম
বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে সাকিবের কলকাতা
- Reporter Name
- আপডেট টাইম : ০৩:২৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫
- ৪১৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ