আগেই জানা গিয়েছিল, চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান যাচ্ছে না ভারত ক্রিকেট দল। হাইব্রিড মডেলে হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। তাছাড়া আরোপ করা হয়েছে বেশি কিছু শর্তও। এবার বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি।
বিজ্ঞপ্তি দিয়ে আইসিসি জানিয়ে দিয়েছে, ২০২৪–২৭ চক্রের আইসিসির যেকোনো টুর্নামেন্টে পাকিস্তানে যাবে না ভারত ক্রিকেট দল, পাকিস্তানও ভারতে যাবে না। দল দুইটি সেক্ষেত্রে নিরপেক্ষ কোনো ভেন্যুতে তাদের ম্যাচ খেলবে। এই চুক্তির মধ্যে আছে ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠেয় পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি, একই বছর ভারতে অনুষ্ঠেয় নারীদের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই পদ্ধতি প্রযোগ্য হবে। পাকিস্তান টুর্নামেন্টটির আয়োজক। প্রতিটি ক্ষেত্রেই নিরপেক্ষ ভেন্যুর প্রস্তাব করবে আয়োজক বোর্ড। বিসিসিআই ও পিসিবির মধ্যকার সমঝোতায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে গত এক মাসেরও বেশি সময় নানা নাটকীয়তা দেখেছে ক্রিকেটবিশ্ব। আগামী ফেব্রুয়ারি-মার্চে টুর্নামেন্টটি পাকিস্তানের আয়োজনের কথা থাকলেও সরকারের পরামর্শে পাকিস্তানের না যাওয়ার সিদ্ধান্ত নেয় ভারত বোর্ড। তারা চাইছিল, সবশেষ এশিয়া কাপের মতো হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত হোক ৮ দলের চ্যাম্পিয়নস ট্রফিও। কিন্তু এই পদ্ধতিতে আয়োজনে শুরুতে রাজি ছিলেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নকভি। অবশেষে নানা দেন-দরবার ও শর্তারোপের পর অবশেষে সেই হাইব্রিড পদ্ধতিতেই হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি।
আগেই জানা গিয়েছিল, পাকিস্তানের সঙ্গে টুর্নামেন্টটির সহ-আয়োজক হচ্ছে দুবাই। তবে সেক্ষেত্রে কোনো ক্ষতিপূরণ পাবে না পিসিবি। সবশেষ এশিয়া কাপে হাইব্রিড পদ্ধতিতে আয়োজক পাকিস্তানের পাশাপাশি ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল শ্রীলংকায়। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা ওঠার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির। যদিও এখনো প্রকাশ হয়নি সূচি।