ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

র‌্যাঙ্কিংয়ে হাসান এগিয়েছেন ৩৮ ধাপ, মেহেদি ১৮ ধাপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ৩ বার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটি জিতে এরই মধ্যে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। যদিও আজ বুধবার প্রকাশিত আইসিসিরি সাপ্তাহিক র‌্যাঙ্কিং হালনাগাদে শুধু প্রথম ম্যাচের পারপরম্যান্সই আমলে নেওয়া হয়েছে। সেখানে বড় লাফ দিয়েছেন শেখ মেহেদী হাসান ও হাসান মাহমুদ।

কিংসটাউনে গত সোমবার প্রথম টি-টোয়েন্টিতে ৭ রানের জয় পায় বাংলাদেশ। সেখানে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন হাসান। এর ফলে ৩৮ ধাপ এগিয়ে যৌথভাবে ৪৭তম স্থানে আছেন তিনি। একই স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও শ্রীলংকার নুয়ান থুশারা।

১৮ ধাপ এগিয়েছেন অফ স্পিনার মেহেদী। প্রথম টি-টোয়েন্টিতে ১৩ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। যা তার ক্যারিয়ারসেরা বোলিং। বর্তমানে তার অবস্থান ২৮তম স্থানে। একই ম্যাচে ২৮ রানের বিনিময়ে ২ উইকেট নেন তাসকিন আহমেদ। বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে তিনিই, ১৮তম স্থানে।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হারলেও দুর্দান্ত বোলিং করেছেন আকিল হোসেন। ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। এর ফলে ৩ ধাপ এগিয়ে প্রথম ক্যারিবিয়ান বোলার হিসেবে টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন তিনি। তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার তিন লেগ স্পিনার আদিল রাশিদ (দ্বিতীয়), ওয়ানিন্দু হাসারাঙ্গা (তৃতীয়) ও অ্যাডাম জ্যাম্পাকে (চতুর্থ)।

ব্যাটারদের মধ্যে বাংলাদেশি কারো উন্নতি হয়নি। টাইগারদের মধ্যে এই সংস্করণে সবার ওপরে চলতি সিরিজে না খেলা তাওহিদ হৃদয় (২৯তম)। টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে আগের মতোই সবার ওপরে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। ৬ ধাপ এগিয়ে আছেন ১৯ নম্বরে ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস, ১০ ধাপ এগিয়ে ২২তম স্থানে রোভম্যান পাওয়েল।

এদিকে, পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজের পারফরম্যান্সও বিবেচনা করা হয়েছে সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে। এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে পাকিস্তানের বাবর আজম। দলটির তরুণ ওপেনার সাইম আইয়ুব ৪৫ ধাপ উন্নতি করে এখন ৫৮ নম্বরে। এছাড়া ৬ ধাপ এগিয়ে সেরা দশে ঢুকেছেন দক্ষিণ আফ্রিকার রিজা হেনড্রিকস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

র‌্যাঙ্কিংয়ে হাসান এগিয়েছেন ৩৮ ধাপ, মেহেদি ১৮ ধাপ

আপডেট টাইম : ০৬:২০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটি জিতে এরই মধ্যে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। যদিও আজ বুধবার প্রকাশিত আইসিসিরি সাপ্তাহিক র‌্যাঙ্কিং হালনাগাদে শুধু প্রথম ম্যাচের পারপরম্যান্সই আমলে নেওয়া হয়েছে। সেখানে বড় লাফ দিয়েছেন শেখ মেহেদী হাসান ও হাসান মাহমুদ।

কিংসটাউনে গত সোমবার প্রথম টি-টোয়েন্টিতে ৭ রানের জয় পায় বাংলাদেশ। সেখানে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন হাসান। এর ফলে ৩৮ ধাপ এগিয়ে যৌথভাবে ৪৭তম স্থানে আছেন তিনি। একই স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও শ্রীলংকার নুয়ান থুশারা।

১৮ ধাপ এগিয়েছেন অফ স্পিনার মেহেদী। প্রথম টি-টোয়েন্টিতে ১৩ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। যা তার ক্যারিয়ারসেরা বোলিং। বর্তমানে তার অবস্থান ২৮তম স্থানে। একই ম্যাচে ২৮ রানের বিনিময়ে ২ উইকেট নেন তাসকিন আহমেদ। বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে তিনিই, ১৮তম স্থানে।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হারলেও দুর্দান্ত বোলিং করেছেন আকিল হোসেন। ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। এর ফলে ৩ ধাপ এগিয়ে প্রথম ক্যারিবিয়ান বোলার হিসেবে টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন তিনি। তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার তিন লেগ স্পিনার আদিল রাশিদ (দ্বিতীয়), ওয়ানিন্দু হাসারাঙ্গা (তৃতীয়) ও অ্যাডাম জ্যাম্পাকে (চতুর্থ)।

ব্যাটারদের মধ্যে বাংলাদেশি কারো উন্নতি হয়নি। টাইগারদের মধ্যে এই সংস্করণে সবার ওপরে চলতি সিরিজে না খেলা তাওহিদ হৃদয় (২৯তম)। টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে আগের মতোই সবার ওপরে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। ৬ ধাপ এগিয়ে আছেন ১৯ নম্বরে ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস, ১০ ধাপ এগিয়ে ২২তম স্থানে রোভম্যান পাওয়েল।

এদিকে, পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজের পারফরম্যান্সও বিবেচনা করা হয়েছে সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে। এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে পাকিস্তানের বাবর আজম। দলটির তরুণ ওপেনার সাইম আইয়ুব ৪৫ ধাপ উন্নতি করে এখন ৫৮ নম্বরে। এছাড়া ৬ ধাপ এগিয়ে সেরা দশে ঢুকেছেন দক্ষিণ আফ্রিকার রিজা হেনড্রিকস।