ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কারাগার থেকে মা ও ভাই-বোনদের চিঠি লিখেছেন ব্যারিস্টার সুমন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ০ বার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কাশিমপুর কারাগারে থাকা হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন দুটি চিঠি লিখেছেন। একটি তার মায়ের উদ্দেশে ও অন্যটি ভাই-বোন এবং ভগ্নিপতিদের উদ্দেশে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ব্যারিস্টার সুমনের ইংল্যান্ড প্রবাসী ভাই চিঠি দুটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার আইডি থেকে পোস্ট করেন।

গত ২১ অক্টোবর ব্যারিস্টার সুমনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে মিরপুর মডেল থানা পুলিশ জানায়। তারপর থেকে তিনি কারাগারে আছেন।

চিঠিতে তিনি কারাগারে তার অবস্থা, কীভাবে সময় কাটছে, তা উল্লেখ করেছেন। একইসঙ্গে তিনি মায়ের জন্য দোয়া করেছেন এবং ভাই-বোনদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। শেষে তিনি দ্রুত পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

মায়ের কাছে চিঠিতে ব্যরিস্টার সুমন লিখেছেন, ‘‘আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না। আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। প্রথমে একটু কষ্ট লাগত, এখন ঠিক হয়ে গেছি। নিয়মিত নামাজ, কোরআন শরিফ পড়ি। বাংলা তরজমা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে।’’

মাকে নিজের শরীরের প্রতি খেয়াল রাখার পরামর্শ দিয়ে তিনি লিখেছেন, ‘‘সারা জীবন আপনাকেই বেশি কষ্ট দিয়েছি। এই ৪৫ বছরে এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয়, এর চেয়ে আর বেশি কী এক মায়ের কাছ থেকে নিতে পারি? আপনার জন্য দোয়া রইল।’’

ব্যারিস্টার সুজন লিখেছেন, ‘‘যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা, সেই বয়সে বরং আপনারাই আমার পরিবারকে দেখতেছেন। আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও লম্বা হায়াতের জন্য দোয়া চাই।’’

এছাড়া ভাই-বোন ও ভগ্নিপতিদের উদ্দেশে অন্য চিঠিতে সুমন লিখেছেন, ‘‘আমার জন্য চিন্তা করো না। রাজবন্দি হিসেবে জেলে আছি, কোনো চোর বা দুর্নীতির হিসেবে নই। আমার কারণে তোমাদের অসম্মান হোক, এটা কখনো চাইনি, আশা করি আল্লাহর রহমতে হবেও না।’’

চিঠিতে তিনি আরো উল্লেখ করেন, ‘‘অনেকে বলে আপনার কী সম্পদ আছে? দীর্ঘদিন জেলে কীভাবে খরচ চালাবেন? আমি উত্তর দেই, আমার বেশি সম্পদ না থাকলেও পাঁচটি বোন আছে, একটা ভাই আছে। এটাই আমার বড় সম্পদ। শুধু জেলে কেন? আমি পৃথিবীতে না থাকলেও আফসোস নেই। বোনেরা আমার পরবর্তী প্রজন্মের জন্য ভালো অভিভাবক, এমন আর কেউ হতে পারবে না।’’

চিঠির শেষে তিনি আশা প্রকাশ করেছেন, ‘‘আল্লাহ চাইলে দেখা হবে শিগগিরই।’’

চিঠির শেষে ১৭/১২/২০২৪ তারিখ এবং কাশিমপুর কারাগার থেকে- উল্লেখ করা আছে।

ব্যারিস্টার সুমনের ইংল্যান্ড প্রবাসী ভাই সোহাগ জানান, তার মা ও বোনেরা দেশে এবং প্রবাসে আছেন। কারাগার থেকে পাওয়া চিঠি সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাই পেয়েছেন।

ব্যারিস্টার সুমন হবিগঞ্জ-৪ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি যুবলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ছিলেন। বাবা-মায়ের ৬ সন্তানের মধ্যে তিনি সবার ছোট।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও মাধবপুর উপজেলা) আসন থেকে সুমন সংসদ সদস্য নির্বাচিত হন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগের সরকারের পতন হলে সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

কারাগার থেকে মা ও ভাই-বোনদের চিঠি লিখেছেন ব্যারিস্টার সুমন

আপডেট টাইম : ০৭:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কাশিমপুর কারাগারে থাকা হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন দুটি চিঠি লিখেছেন। একটি তার মায়ের উদ্দেশে ও অন্যটি ভাই-বোন এবং ভগ্নিপতিদের উদ্দেশে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ব্যারিস্টার সুমনের ইংল্যান্ড প্রবাসী ভাই চিঠি দুটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার আইডি থেকে পোস্ট করেন।

গত ২১ অক্টোবর ব্যারিস্টার সুমনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে মিরপুর মডেল থানা পুলিশ জানায়। তারপর থেকে তিনি কারাগারে আছেন।

চিঠিতে তিনি কারাগারে তার অবস্থা, কীভাবে সময় কাটছে, তা উল্লেখ করেছেন। একইসঙ্গে তিনি মায়ের জন্য দোয়া করেছেন এবং ভাই-বোনদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। শেষে তিনি দ্রুত পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

মায়ের কাছে চিঠিতে ব্যরিস্টার সুমন লিখেছেন, ‘‘আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না। আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। প্রথমে একটু কষ্ট লাগত, এখন ঠিক হয়ে গেছি। নিয়মিত নামাজ, কোরআন শরিফ পড়ি। বাংলা তরজমা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে।’’

মাকে নিজের শরীরের প্রতি খেয়াল রাখার পরামর্শ দিয়ে তিনি লিখেছেন, ‘‘সারা জীবন আপনাকেই বেশি কষ্ট দিয়েছি। এই ৪৫ বছরে এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয়, এর চেয়ে আর বেশি কী এক মায়ের কাছ থেকে নিতে পারি? আপনার জন্য দোয়া রইল।’’

ব্যারিস্টার সুজন লিখেছেন, ‘‘যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা, সেই বয়সে বরং আপনারাই আমার পরিবারকে দেখতেছেন। আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও লম্বা হায়াতের জন্য দোয়া চাই।’’

এছাড়া ভাই-বোন ও ভগ্নিপতিদের উদ্দেশে অন্য চিঠিতে সুমন লিখেছেন, ‘‘আমার জন্য চিন্তা করো না। রাজবন্দি হিসেবে জেলে আছি, কোনো চোর বা দুর্নীতির হিসেবে নই। আমার কারণে তোমাদের অসম্মান হোক, এটা কখনো চাইনি, আশা করি আল্লাহর রহমতে হবেও না।’’

চিঠিতে তিনি আরো উল্লেখ করেন, ‘‘অনেকে বলে আপনার কী সম্পদ আছে? দীর্ঘদিন জেলে কীভাবে খরচ চালাবেন? আমি উত্তর দেই, আমার বেশি সম্পদ না থাকলেও পাঁচটি বোন আছে, একটা ভাই আছে। এটাই আমার বড় সম্পদ। শুধু জেলে কেন? আমি পৃথিবীতে না থাকলেও আফসোস নেই। বোনেরা আমার পরবর্তী প্রজন্মের জন্য ভালো অভিভাবক, এমন আর কেউ হতে পারবে না।’’

চিঠির শেষে তিনি আশা প্রকাশ করেছেন, ‘‘আল্লাহ চাইলে দেখা হবে শিগগিরই।’’

চিঠির শেষে ১৭/১২/২০২৪ তারিখ এবং কাশিমপুর কারাগার থেকে- উল্লেখ করা আছে।

ব্যারিস্টার সুমনের ইংল্যান্ড প্রবাসী ভাই সোহাগ জানান, তার মা ও বোনেরা দেশে এবং প্রবাসে আছেন। কারাগার থেকে পাওয়া চিঠি সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাই পেয়েছেন।

ব্যারিস্টার সুমন হবিগঞ্জ-৪ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি যুবলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ছিলেন। বাবা-মায়ের ৬ সন্তানের মধ্যে তিনি সবার ছোট।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও মাধবপুর উপজেলা) আসন থেকে সুমন সংসদ সদস্য নির্বাচিত হন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগের সরকারের পতন হলে সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।