যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইসকনের ৫৪ সদস্যকে ফেরত দেওয়া হয়েছে। সরকারের অনুমতি না পাওয়ায় তাদেরকে যেতে দেওয়া হয়নি বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
আজ রবিবার সকাল ১০টার পর ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল শনিবার রাত থেকে আজ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে আসা ইসকন সদস্যরা ভারতে যাওয়ার জন্য বেনাপোল চেকপোস্টে আসেন।
ইসকন সদস্য সৌরভ তপন্দার চেলী বলেন, ‘ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যাওয়ার জন্য এসেছিলাম। ভারতে যাওয়ার অনুমতি নেই বলে ইমিগ্রেশন আমাদের যেতে দেয়নি।’
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহসানুল কাদের ভূঞা বলেন, ইসকন সদস্যদের ভারতে যাওয়াটা সন্দেহজনক হওয়ায় ৫৪ বাংলাদেশিকে অনুমতি দেওয়া হয়নি।