বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট খেলতে মেলবোর্নে পৌঁছেছে ভারত। বক্সিং ডে’তে (বড়দিনের পরের দিন) অনুষ্ঠেয় এই ম্যাচের আগে ভারতের ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে স্থানীয় সাংবাদিকদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। প্রতিবেদন হিন্দুস্তান টাইমসের।
আজ শুক্রবার মেলবোর্নে পৌঁছায় ভারত দল। প্রতিবেদন অনুযায়ী, কোহলি ভেবেছিলেন বিমানবন্দরে তার সন্তানদের ছবি ও ভিডিও ধারণ করছেন গণমাধ্যমকর্মীরা। গণমাধ্যম থেকে সন্তানদের আড়াল করার প্রবণতা অনেক আগে দেখিয়েছেন কোহলি। তাই, সম্মতি ছাড়াই ছবি তোলায় বেজায় বিরক্ত হয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার গণমাধ্যম চ্যালেন ৭’র প্রতিবেদনে জানা গেছে, ভিডিও ক্যামেরা সন্তানদের দিকে তাক করার পর অস্ট্রেলিয়ার এক সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করেন কোহলি। গণমাধ্যমটির রিপোর্টার থিও ডোরোপোলোস বলেন, ‘অপেক্ষারত ক্যামেরা দেখে কোহলি কিছুটা রেগে ওঠেন। তিনি ভেবেছিলেন গণমাধ্যমগুলো তার সন্তানদের ছবি তুলছে। যেটি সঠিক নয়।’
এরপর নিজের অবস্থান পরিষ্কার করেন কোহলি, ‘বাচ্চারা সঙ্গে থাকলে আমার কিছু গোপনীয়তার দরকার হয়। আপনারা আমাকে জিজ্ঞেস করা ছাড়া ছবি তুলতে পারেন না।’ সাংবাদিকরা পরে বোঝাতে চেষ্টা করেন যে তারা কোহলির পরিবারের কারো ছবি তোলেননি।
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে কোহলির ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না। পার্থে এক ইনিংসে সেঞ্চুরি করলেও তার বাকি ইনিংসগুলো হলো- ৫, ৭, ১১ ও ১১। অস্ট্রেলিয়ার মাটিতে ৭ সেঞ্চুরি পাওয়া এই ক্রিকেটারকে নিয়ে সবচেয়ে বড় উদ্বেগ তার আউট হওয়ার পদ্ধতি। অফ স্টাম্পের বাইরের বলে বেশ কিছু বছর ধরেই ভুগছেন তিনি।
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজে বর্তমানে ১-১ সমতা বিরাজ করছে। মেলবোর্নে শুরু হতে যাওয়া ম্যাচ তাই ভীষণ গুরুত্বপূণ। পার্থে সিরিজের প্রথম ম্যাচে ২৯৫ রানে জেতে ভারত। তবে অ্যাডিলেডে দিবারাত্রির ম্যাচে ১০ উইকেটে হেরে যায় সফরকারীরা। আর বৃষ্টির কারণে গ্যাবায় তৃতীয় টেস্ট ম্যাচটি ড্র হয়।