কিছুদিন পরই বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম। এ নিয়ে জাতীয় দলের ক্রিকেটাররা মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গায়ে ঘাম ঝরাচ্ছেন নিয়মিত। চলছে রাত-দিন খাটা খাটুনি। এ হাড় ভাঙা পরিশ্রম থেকে পিছিয়ে নেই জাতীয় দলের অধিনায়ক মাশরাফিকেও।
চলমান এ ব্যস্ত অনুশীলন সূচির ফাঁকেও প্রতিবন্ধী ক্রিকেটারদের খেলা দেখবে বলে আশ্বাস দেন মাশরাফি বিন মর্তুজা। আইসিআরটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই বললেন তিনি।
টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে জাতীয় দলের এ অধিনায়ককে।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘খুব ভালো লাগছে এখানে যুক্ত হতে পেরে। আমাকে রাখার জন্য বিসিবিসহ সবাইকে ধন্যবাদ। আমাদের প্র্যাকটিস চলছে তারপরও চেষ্টা করবো টুর্নামেন্টের খেলা দেখার। তাদের সমর্থন প্রয়োজন।‘
মাশরাফি আরও বলেন, ‘শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতেই প্রতিবন্ধীদের জীবনকে এগিয়ে নিতে সাহায্য করবে এই টুর্নামেন্ট। বাংলাদেশসহ অংশগ্রহণকারী দলগুলোকে শুভকামনা জানাচ্ছি। এটা দেখে কিছুটা হলেও শারীরিক প্রতিবন্ধীরা অনুপ্রাণিত হবে।’