বিরাটের মধ্যে একজন অস্ট্রেলিয়ান আছে: ক্লার্ক

হাওর বার্তা ডেস্কঃ বিরাট কোহালির আক্রমণাত্মক মনোভাবের সঙ্গে তুলনা করা হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের। মাঠে নেমে ভারতীয় ক্রিকেটকে চোখে চোখ রেখে জবাব দেওয়া শিখিয়েছিলেন এক বঙ্গসন্তানই। সেই ঘরানা আবার ফিরিয়ে এনেছেন বিরাট কোহালি। আর তা দেখেই মাইকেল ক্লার্কের মনে হয়েছে বিরাটের মধ্যে রয়েছেন একজন অস্ট্রেলিয়ান। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই বোমা ফাটালেন তিনি। তিনি বলেন, বিরাট অসাধারণ প্লেয়ার। ও সব সময়ই জিততে চায়। পিছিয়ে যেতে চায় না।

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে পাঁচটি একদিনের ম্যাচ ও তিনটি টি২০ ম্যাচ খেলতে ভারতে আসবে অস্ট্রেলিয়া দল। এই মুহূর্তে শ্রীলঙ্কায় দারুণ ছন্দে রয়েছে ভারত। টেস্ট সিরিজ ইতিমধ্যেই হোয়াই ওয়াশ করে জিতে নিয়েছে। মাইকেল ক্লার্ক বলেন, ভারতীয় দল দারুণ ছন্দে রয়েছে। অস্ট্রেলিয়ার জন্য ভারত সফর সহজ হবে না। অস্ট্রেলিয়ার কাছে বড় চ্যালেঞ্জ। কিন্তু বিরাট কোহালির নেতৃত্বাধীন এই ভারতীয় দল যে সবাইকে মাত দিতে তৈরি সেটাও বুঝিয়ে দিয়েছেন ক্লার্ক। ভারতেই টেস্ট অভিষেক হয়েছিল ক্লার্কের। তিনিই এ বার বিরাটের সঙ্গে তুলনা করলেন রিকি পন্টিংয়ের। যদি সরাসরি না বলে বললেন, বিরাট কোহালি তুলনা পছন্দ করে না। আর আমি বিরাটের নেতৃত্বে খেলিনি তাই তুলনা করাটাও ঠিক হবে না। ওর নিজেস্ব স্টাইল রয়েছে।

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর