বছরের সেরা টাইম করে এবার ১০০ মিটার বাটারফ্লাই সাঁতারের শিরোপা জিতলেন মাইকেল ফেল্পস। রোববার যুক্তরাষ্ট্রের জাতীয় সাঁতার প্রতিযোগিতায় এতে ফেল্পস সময় করেন ৫০.৪৫ সেকেন্ড। আগের দিন বছর সেরা সময়ে ফেল্পস জিতে নেন আসরের ২০০ মিটার বাটারফ্লাই সাঁতারের শিরোপা। অলিম্পিকে সর্বাধিক ১৮ স্বর্ণপদকের গর্বিত তারকা মাইকেল ফেল্পস এর আগে এক বছরের নিষেধাজ্ঞা কাটান। মাতাল হয়ে গাড়ি চালনার দায়ে তাকে এ নিষেধাজ্ঞা পোহান ফেল্পস।
সংবাদ শিরোনাম
১০০ মিটার সাঁতারেও রেকর্ড ফেল্পসের
- Reporter Name
- আপডেট টাইম : ১১:৩৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০১৫
- ৪০০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ