সাভারের হেমায়েতপুরে জালাল টাওয়ারের ৬ তলায় শয়ন কক্ষের জানালা থেকে রেখা পারভীন নামে এক নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে তার স্বামী সোহেল রানা পলাতক রয়েছেন।
নিহত রেখা পারভিন (২২) সাভারের হেমায়েতপুরের নতুন পাড়া পূর্বহাটি এলাকার জালাল টাওয়ারের জালাল উদ্দিনের বাড়ির ৬ তলার ভাড়াটিয়া ছিলেন। তিনি ঠাকুরগাও হরিপুর থানার মন্নাটুলী গ্রামের সাইফুদ্দিন আহমেদের মেয়ে। কাজ করতেন সাভারের হেভেন গার্মেন্টসে।
পুলিশ জানায়, শয়ন কক্ষের জানালার সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পায় আশপাশের লোকজন। সকালে রুমের দরজা খোলা দেখতে পেয়ে ৯৯৯ ফোন করে পুলিশকে জানান তারা। পরে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর থেকেই নিহতের স্বামী সোহেল রানা পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানান, মাঝে মাঝেই পারিবারিক কলহের জেরে ঝগড়া-বিবাদ হতো তাদের মধ্যে।
সাভার হেমায়েতপুর হরিন ধারা ট্যানারি পুলিশ ফাঁড়ির এস আই আমির হোসেন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখি লাশ নিজ শয়নকক্ষে জানালার গ্রিলে রশিতে ঝুলছে। তার শরীরে আঘাতের একাধিক চিহ্ন ছিল। তবে এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।