মুন্সীগঞ্জের গজারিয়ায় আলী আহমেদ মার্কেটে লাগা আগুন তিন ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন মার্কেটের মালিক।
আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর বাসস্ট্যান্ডে আলী আহমেদ মার্কেটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এর আগে গত বুধবার দিনগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলী আহমেদ মার্কেটের ব্যবসায়ীরা যখন দিন শেষে যে যার বাড়িতে ঘুমে আচ্ছন্ন, তখন মধ্যরাতের আগুনে সব নিঃশেষ হয়ে গেছে।
মার্কেটের মালিক আলী আহমেদ বলেন, ‘বুধবার দিনগত রাত আড়াইটার দিকে একটি সেলুনের দোকানে শট সার্কিট থেকে আগুন লাগে। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে মার্কেটের ৩০থেকে ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকান থেকে ব্যবসায়ীরা মালামাল বের করতে পারেননি।’
এদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া স্টেশন অফিসার রিফাত মল্লিক বলেন, ‘আলী আহমেদ মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নির্বাপণে যোগ দেয়। সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা সম্ভব হচ্ছে না।’
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।