ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড নারী দলকে হোয়াইটওয়াশ করলেও টি-টোয়েন্টির ঠিক বিপরীত চিত্র দেখল বাংলাদেশ নারী দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষটি ৪ উইকেটে হেরে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে নিগার সুলতানা জ্যোতিরা।
আজ সোমবার সিলেট আন্তর্জাতি ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুদল। যেখানে নিয়মরক্ষার এই ম্যাচে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান করে। জবাবে ৬ উইকেট হারিয়ে ও এক বল বাকি থাকতে জয়ের পৌঁছে যায় আইরিশরা।
১২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আইরিশদের হয়ে সর্বোচ্চ ৩১ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন লরা ডেলানি। এছাড়া ওপেনরা অ্যামি হান্টার ২৮ রান করেন।
বাংলাদেশ বোলার রাবেয়া খান ২টি উইকেট পান।
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। এদিন ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরুটা ভালো পায়। ৪ ওভারে ৩৩ রান তোলেন দুই ওপেনার সোবহানা মোস্তারি ও মুর্শিদা খাতুন। তবে ১২ রান করেন মুর্শিদা ওরলা প্রেনডারগাস্টের বলে আউট হন। মোস্তারি অবশ্য ফিফটির কাছ থেকে ফেরেন। এই ব্যাটার ৪৩ বলে ৬টি চারে ৪৫ করে অ্যামি ম্যাগুইরের শিকার হন। এছাড়া শারমিন আখতার ৩৩ বলে ৩৪ করেন। তবে বাকিরা কেউই আর দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।