আমি তো পরীক্ষা দিতে আসিনি: নাজিফা তুষি

হাওর বার্তা ডেস্কঃ দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি ‘হকি চ্যাম্পিয়নস ট্রফি’র লোগো উন্মোচন অনুষ্ঠানেও লাগল ‘হাওয়া’র ছোঁয়া।

খেলাটি নিয়ে একের পর এক প্রশ্ন করতে থাকেন ক্রীড়া সাংবাদিকরা। তবে হকি খেলা নিয়ে তেমন কোনো ধারণা না থাকায় প্রশ্নগুলো বেশ কঠিন মনে হচ্ছিল তুষির।

অবস্থা বেগতিক দেখে ‘হাওয়া’খ্যাত অভিনেত্রী পাল্টা প্রশ্ন ছুড়েন ‘আমি তো পরীক্ষা দিতে আসিনি’।

এ সময় উপস্থিত সাংবাদিকরা হেসে দেন।

খেলা নিয়ে একের পর এক প্রশ্নে জর্জরিত হয়ে তুষি অকপটেই বলেন, ‘হকি নিয়ে আমার কোন আইডিয়া নেই। আমি খেলাধুলার মানুষ না। আর আমাকে সহজ সহজ প্রশ্ন করুন, আমি তো পরীক্ষা দিতে আসিনি ভাই।’

অভিনেত্রী হলেও খেলা বিমুখ নন তিনি। সুযোগ আর সময় পেলেই খেলা দেখেন বলে জানান তুষি।

এ নায়িকা বলেন, ‘প্রথমত আমি খেলাধুলার মানুষ না। আমার কাজের জায়গাটা ভিন্ন। তবে হ্যাঁ, আমরা যে কোনো স্পোর্টস ভালো লাগে। যতটুকু সম্ভব হয় আমি স্পোর্টস দেখি। হকি ভালো লাগে। তবে আমাদের দেশে তো ক্রিকেটের মতো হকি নিয়ে তেমন চর্চা হয় না। এবার যে উদ্যোগ নিয়েছে সেটি হকির জন্য ভালো। আমি চাই হকি বিশ্বকাপ জিতুক। এটিই প্রত্যাশা। কারণ আমাদের দেশের মানুষ অনেক স্ট্রং। খেলাধুলার বিষয়ে তারা খুবই অ্যানার্জেটিক হয়। তাই হকি কেন পিছিয়ে থাকবে।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর