আমি তো মা

 ড.গোলসান আরা বেগমঃ

অনেক যত্ন করে জঠরের ছোট ঘরে
যে দিন জন্মেছিলো দু’টো ফুল
সেই দিন থেকে আমি গর্বিত মা
হাত খুলে অভিনয় করতে করিনি ভুল।

ফুলে ঠোঁট ছুঁয়ে হেসেছিলাম গৌরবে
আকাশটা টেনে এনে ভূতলে
ফলে ফুলে আবাদ করে গেলাম
প্রয়োজন নেই বলার কি পেলাম হারালাম।

নির্জন চাঁদের পিঠে মাথা রেখে দেখি
আমার প্রাণ আছে। প্রাণের লাবণ্য নেই
হৃদপিন্ড হয়ে গেছে লন্ডভন্ড পানি শুণ্য
হাত দু’টো ছুঁয়ে দেখি সঙ্গে আছে সেই।

পলকহীন তাকিয়ে থাকি মহাশুণ্যে
চোখে লুটিয়ে পড়ে স্মৃতির শস্য দানা
ভেবে কি হবে আমি কে বা কি
কে আমার সুখের ছানা জানি না।

প্রায়ই ভাবি ফুলের ঘ্রান শুঁকে ভুল করিনি
আমি তো মা। দৈর্যের পাহাড়,দয়ার সাগর
লাঙ্গল জুড়ে জোয়াল কাঁধে তুলে
চাঁদের মত ঘুরছি।ছুটি নেই আমার।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর