ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৩ আসামি রিমান্ডে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ২৪ বার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেটকারের ধাক্কায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২) নিহতের ঘটনায় তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ রবিবার সকালে সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালত এ আদেশ করেন।

আসামিরা হলেন– রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার মুবিন আল মামুন (২০); মিরপুর পীরেরবাগ এলাকার মিরাজুল করিম (২২); উত্তরা ১৩ নম্বর সেক্টরের আসিফ চৌধুরী (১৯)।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান বলেন, ‘বুয়েটছাত্র নিহতের ঘটনায় তিন আসামির বিরুদ্ধে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। পরে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে জিজ্ঞাসাবাদ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার আসামিদের ড্রাইভিং লাইসেন্স ছিল না। তাদের শুধু লার্নার লাইসেন্স ছিল। এই লাইসেন্স দিয়ে সড়কে গাড়ি নিয়ে বের হওয়ার আইনগত কোনোসুযোগ নেই।’

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহত হন। তিনি রাজধানীর কলাবাগান থানার গ্রিনরোড এলাকার বাসিন্দা মাসুদ মিয়ার ছেলে। মুহতাসিম বুয়েটের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

এ ঘটনায় গুরুতর আহত হন বুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহা (২২)। মেহেদী রাজধানীর স্কয়ার হাসপাতালে এবং অমিত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় নিহত মুহতাসিমের বাবা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টায় মুহতাসিম তার মোটরসাইকেলে করে দুই বন্ধুকে নিয়ে ৩০০ ফিট নীলা মার্কেট এলাকায় খাওয়া-দাওয়া করার জন্য আসেন। তারা খাওয়া-দাওয়া শেষ করে বাড়িতে ফিরে যাচ্ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে নীলা মার্কেট মোড়ে পুলিশের তল্লাশিচৌকিতে মোটরসাইকেলটি থামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। সে সময় বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকার তল্লাশি চৌকিতে দাঁড়ানো মোটরসাইকেলে থাকা তিনজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুহতাসিম মাসুদ মারা যান। আহত হন তার দুই সহপাঠী।

পরে তল্লাশি চৌকিতে থাকা পুলিশ সদস্যরা প্রাইভেটকারে থাকা তিন জনকে আটক করে রূপগঞ্জ থানায় নিয়ে আসেন। পুলিশ জানায়, ওই প্রাইভেটকার থেকে একটি মদের খালি বোতল পাওয়া গেছে। পরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে গ্রেপ্তার আসামিদের ডোপ টেস্ট করা হলে তাদের মধ্যে মুবিন আল মামুন (২০) ও মিরাজুল করিমের রিপোর্ট পজেটিভ এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৩ আসামি রিমান্ডে

আপডেট টাইম : ০৬:৪৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেটকারের ধাক্কায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২) নিহতের ঘটনায় তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ রবিবার সকালে সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালত এ আদেশ করেন।

আসামিরা হলেন– রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার মুবিন আল মামুন (২০); মিরপুর পীরেরবাগ এলাকার মিরাজুল করিম (২২); উত্তরা ১৩ নম্বর সেক্টরের আসিফ চৌধুরী (১৯)।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান বলেন, ‘বুয়েটছাত্র নিহতের ঘটনায় তিন আসামির বিরুদ্ধে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। পরে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে জিজ্ঞাসাবাদ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার আসামিদের ড্রাইভিং লাইসেন্স ছিল না। তাদের শুধু লার্নার লাইসেন্স ছিল। এই লাইসেন্স দিয়ে সড়কে গাড়ি নিয়ে বের হওয়ার আইনগত কোনোসুযোগ নেই।’

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহত হন। তিনি রাজধানীর কলাবাগান থানার গ্রিনরোড এলাকার বাসিন্দা মাসুদ মিয়ার ছেলে। মুহতাসিম বুয়েটের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

এ ঘটনায় গুরুতর আহত হন বুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহা (২২)। মেহেদী রাজধানীর স্কয়ার হাসপাতালে এবং অমিত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় নিহত মুহতাসিমের বাবা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টায় মুহতাসিম তার মোটরসাইকেলে করে দুই বন্ধুকে নিয়ে ৩০০ ফিট নীলা মার্কেট এলাকায় খাওয়া-দাওয়া করার জন্য আসেন। তারা খাওয়া-দাওয়া শেষ করে বাড়িতে ফিরে যাচ্ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে নীলা মার্কেট মোড়ে পুলিশের তল্লাশিচৌকিতে মোটরসাইকেলটি থামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। সে সময় বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকার তল্লাশি চৌকিতে দাঁড়ানো মোটরসাইকেলে থাকা তিনজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুহতাসিম মাসুদ মারা যান। আহত হন তার দুই সহপাঠী।

পরে তল্লাশি চৌকিতে থাকা পুলিশ সদস্যরা প্রাইভেটকারে থাকা তিন জনকে আটক করে রূপগঞ্জ থানায় নিয়ে আসেন। পুলিশ জানায়, ওই প্রাইভেটকার থেকে একটি মদের খালি বোতল পাওয়া গেছে। পরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে গ্রেপ্তার আসামিদের ডোপ টেস্ট করা হলে তাদের মধ্যে মুবিন আল মামুন (২০) ও মিরাজুল করিমের রিপোর্ট পজেটিভ এসেছে।