হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে ৩ দিনব্যাপী ‘ লালন স্মরণোৎসব’ ২০২৪ এর উদ্বোধন করেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
গান ও তত্ত্বে লালন সাঁইজিকে স্মরণ করে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা বলেন, এই সমাজ, জনগোষ্ঠী অন্যায়কে প্রশ্রয় দেয়নি বলেই, ১৫ বছরের জঞ্জাল, সকল অন্যায়, মিথ্যাচার দেখে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল । জুলাই- আগস্টে গণঅভ্যুথানের ফলে দেশ আজ নতুন করে মুক্ত করেছে এদেশের ছাত্র- শ্রমিক- সাধারন জনতা।
তিনি লালনের গান ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ উল্লেখ করে বলেন, প্রকৃতির নিদারুণ রুক্ষতায় কিংবা বিরুপতায় ভাবপ্রবণ বাঙালি রিদয়ে স্রষ্টা, সৃষ্টি ও রহস্যময় মানবজীবন সম্বন্ধে যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসার জবাব খুজতে গিয়ে আত্মজিজ্ঞাসার এই পথকে স্বচ্ছভাবে দেখার ব্রত নিয়ে বাঙালি সাধকরা সাধনের দীর্ঘপথ অতিক্রম করেছে এবং তারা দেখাতে পেরেছে লোকালয় জীবনের প্রতিচ্ছবিকে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান এবং ভাবানুষঙ্গিক গান ও কথা উপস্থাপন করেন অরূপ রাহী ও জহুরা ফকিরানী ।