অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমঃ
বিশ্বাস হয় না?
তোমাকে চাই বলে
পুরানো স্মৃতিগুলো পাশে এলেই
এলোমেলো হয়ে যায় ভাবনার ভূবন
তোমার ছায়ার ভেতর দৌড়াই।
নিশি রাতে ইষ্টি কুটুমের মিষ্টি ডাকে
স্বপ্নের ডুগডুগি বাজাই
প্রেমের উত্তাপে পোড়াই মনের আঙ্গিনা
তোমাকে চাই বলে লজ্জাহীন হযে যাই।
পড়ন্ত বিকেলে ক্ষীণ স্মৃতিগুলো ভেবে
না না কষ্ট পেলেও কষ্ট দেবো না
চেনা জানা ক্ষতগুলো ছোঁয়ে দেখি
স্মৃতির স্তুপে ক্লান্ত অবসন্ন পায়ে হাঁটে।
তোমাকে চাই বলে
হয়ে যাই এক তারা হাতে গায়ক
বিষাদের প্রেমানুভূতি করি আলিঙ্গন
চাঁদের মতো দাঁড়িয়ে থাকি এক পায়ে
যতক্ষণ ইচ্ছে ততক্ষণ।