অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমঃ
কেউ জানতে চাইলো না
কেন মুখরা হলাম
নরম তুল তুলে সেই আমি
রুক্ষ হয়ে গেলাম।
ছিলাম তো নমনীয় সহনীয়
সব মেনে নিতাম
আগুনের দহন জ্বালা নীরবে
সহ্য করে যেতাম।
আঙুল তুলে বলতো যদি
সাবধান চুপ থাকো
করবে না কোন প্রতিবাদ
নরম সুরে ডাকো।
নরম গরমে ভালোই যাচ্ছিলো
যেদিন উল্টে দিলো থালা
চোখ নামাতে বললো মাটিতে
গায়ে ধরে গেলো জ্বালা।
হাতে তুলে ঢাল তলোয়ার
গর্জে ওঠে হুংকার
সৃস্টির সেরা জীব হিসেবে
কেন নেই অহংকার।
জিক জাক পথে হাঁটি
পায়ের ধূলো উড়াই
ঘাড়ে রেখে হাত গরম চোখে
বলি – ন ডরাই।
পাঞ্জা লড়বে গুলি করবে
পারবে না হারাতে
বহু শক্তি করেছি সঞ্চয়
নরম অবলা হাতে।
স্বর্গ চ্যুত্তির জন্য দায়ি করলো
আমাকে যখন ওরা
সেই থেকে ঠোঁট কাটা ঠোঁটে
হলাম জেদি মুখরা।