অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমঃ
সুপার স্টার রাজপ্রাসাদে
বসবাস করে কেউ কেউ
জন্ম দেয় দুঃখ কষ্টের জিলাপী প্যাচের
লালন করে অবুঝ ব্যথার সাতকাহন
ঠোঁটের চামচে তুলে সুখের ঘি
করে কষ্টের উহ্ আহ্।
মানুষ কি চায় নিজেও জানে না
চাওয়ার নেই শেষ ঠিকানা
রুপালী চাঁদ হাতে নিয়ে খোঁজে পূর্ণিমা
বিরাট সুখের সূর্য্য কোলে তুলে
এক বুক দাহ জলে থাকে ডুবে।
অভিমান আর অনুরাগের উত্তাপে
ভুলে যায় সাদা কালোর ভিভেদ
জ্বালায় ক্ষুধার জলে আগুন
অদ্ভুত নীরতা ভেঙ্গে আকাশে হাত বাড়ায়
কিসের আশায় জানে না।
হায়রে মানুষ নেই তোর হুশ
একদিন যেতে হবে ঐ দূরে
অজানা এক অন্ধকার ঠিকানায়
সুখের আবাসন আলো বাতাস ছেড়ে
বিনা বাক্য ব্যয়ে। তুমি জানো কি তা।