অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমঃ
যার যেখানে যেতে ইচ্ছে করে . মহাশূন্যের পর পাড়ি দিয়ে মহাশূন্যে
যাক না সুখের অন্নেশায়
হউক সে পাড়া পরশি
আমার সন্তান বা অন্য কেউ
উড়ে যাক গেলাক্সি পাড়ায়।
আছঁলে চোখ মুছে কিচ্ছু বলবো না
বাবা তোর সুখেই তো আমার সুখ
দুঃখিনী মা সব হজম করতে পারে যদি পারো লও ঠোঁটে তুলে মধু ঘি
যাও বাবা দেশ ছেড়ে দেশান্তরে।
বাবা তুমি আমার নাড়ী ছ্যাড়া
সাত রাজার মুক্তা মানিক ধন
তোমার চেয়ে নেই কেউ আপন
লম্বা লম্বা সুখ তোমার প্রয়োজন।
ফুলের মধুর খোঁজে যাও উড়ে যাও
পদ্মা মেঘনা শাপলা ফোটা দেশে
বলবো না এসো ফিরে বাবা
করবো না প্রতীক্ষা বা অপেক্ষাও।
বর্ষার কাশফুল কদমের সুভাস মেখে
মরবো লবন লংকার নোনা জলে
আউল বাউলের গানের টানে
বসে থাকবো সন্ধ্যা প্রদীপ জ্বেলে।
যাও পাখি বলো আমার ছেলেরে
যাইনি ভূলে বাংলাদেশের মাটিরে
দেশের কিছু হলে তুফান হয় অন্তরে
ভেতরে বাহিরে শহিদী রক্ত ঝরে।