ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধিঃ ইটনা থানার মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজার চালান জব্দ।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ইটনা থানার চৌকস পুলিশ অফিসার মনোয়ার হোসেন উপজেলার রায়টুটি ইউনিয়নের রায়টুটি গুচ্ছ গ্রামে মাদক ব্যবসায়ী সাইফুল মিয়ার বসত ঘরে অভিযান চালিয়ে ৩টি বস্তায় রক্ষিত ৫০ কেজি গাঁজা জব্দ করে। এ সময় কৌশলে সাইফুল মিয়া পালিয়ে যায়।
ইটনা থানার ওসি মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান উপজেলা বাসী কে মাদক মুক্ত করতে আমাদের এ অভিযান চলমান থাকবে। তিনি উপজেলা বাসীর নিকট আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, ইভটিজিং, মাদক, জুয়া সহ অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ করতে সহযোগিতা কামনা করেন।