মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে তুচ্ছ বিষয় নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাড়ির সীমানা নিয়ে তর্কবিতর্কের সময় ছোট ভাই সম্রাট লাঠি দিয়ে বড় ভাই দ্বীন ইসলামের (৫০) মাথায় আঘাত করলে গুরুতর আহত হয় তিনি।
পরে, শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দ্বীন ইসলাম। নিহত দ্বীন ইসলাম উপজেলার কাপাসাটিয়া গ্রামের মৃত মুর্তজ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, কাপাসাটিয়া গ্রামের মৃত মুর্তজ আলীর ৫ ছেলে। বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে দ্বীন ইসলামের সাথে তারই ছোট ভাই সম্রাটের তর্কবিতর্ক হয়। এ সময় সম্রাট তার বড় ভাইকে লাঠি দিয়ে আঘাত করে। দ্বীন ইসলাম আহত হলে তাঁর পরিবারের লোকজন স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক থাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওই হাসপাতালে অবস্থা অবনতি হলে ওই দিন রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার সন্ধ্যায় দ্বীন ইসলাম মারা যান। মারা যাওয়ার খবর পেয়েই সম্রাট তার পরিবার নিয়ে পালিয়ে যান।
মদন থানার ওসি নাঈম মোহাম্মদ নাহিদ হাসান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।