ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ইটনা থানার নিয়মিত মাদক বিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজাসহ সোহেল মিয়া (৪০) ও আঞ্জুব মিয়া (৩৮) নামের দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়।
বুধবার সকালে ইটনা থানার ওসি মনোয়ার হোসেনের নেতৃত্বে চৌকস এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ সদরের জিরো পয়েন্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করে।
এসময় কৌশলে তাদের অন্যদুই সহযোগী পালিয়ে যায়। গ্রেফতার কৃত সোহেল মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শ্রীধরপুর গ্রামের জলু মিয়ার ছেলে, ও আঞ্জুব মিয়া একই গ্রামের মস্তুমিয়ার ছেলে। ইটনা থানার ওসি মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ইটনা উপজেলাকে মাদক মুক্ত করতে আমাদের এ অভিযান চলমান থাকবে। আসামীদের কে মাদক নিয়ন্ত্রণ আইনের ইটনা থানার ২৫(৫) নং মামলায় কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।