ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদনে প্রয়াত সাংবাদিকদের স্বরণে দোয়া ও ইফতার মাহফিল ঈদে ইমাম-মুয়াজ্জিনদের বিশেষ সম্মানি দেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বাংলাদেশে ব্যবসা করবেন ট্রাম্প, নিলেন ট্রেড লাইসেন্স সব মামলায় খালাস তারেক রহমান, ‘দেশে ফিরতে বাধা নেই’ অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ঈদের চাঁদ ২৯ রমজানে দেখার সম্ভাবনা নেই, জানা গেলো কারণ নিক্কেই এশিয়াকে ড. মুহাম্মদ ইউনূস তিন মেয়াদে ভুয়া নির্বাচন মঞ্চস্থ করেছেন হাসিনা নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব ফেরায় যা বললেন মেহেদি ঈদ উপলক্ষ্যে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ইসলামি পোশাক পরে পরকালের কথা বললেন সিমরিন লুবাবা

চ্যাম্পিয়নস ট্রফি বৃষ্টিতে ভেস্তে যাওয়া ২টি ম্যাচের টাকা ফেরত দেবে পাকিস্তান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • ১৯ বার

চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে বৃষ্টির কারণে সম্পূর্ণ ভেস্তে যাওয়া দু’টি ম্যাচের টিকিটের টাকা সমর্থকদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রাওয়ালপিন্ডিতে বৃষ্টির জন্য অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান বনাম বাংলাদেশে ম্যাচের টস করাও সম্ভব হয়নি। পিসিবি নিয়ম অনুযায়ী এই দুই ম্যাচের টিকিটের টাকা ফেরত দেবে।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি খেলা ছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার। আর ২৭ ফেব্রুয়ারি ছিল পাকিস্তান এবং বাংলাদেশের ম্যাচ। তবে বৃষ্টির জন্য টসও করা যায়নি এই দুই ম্যাচে। এক বলও খেলা না হওয়ায় টিকিটের পুরো টাকা ফেরত পাবেন ক্রিকেটপ্রেমীরা।

গতকাল শনিবার বিবৃতি দিয়ে পিসিবি জানিয়েছে, ‘রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে একটি বল ছাড়াই পরিত্যক্ত হওয়া দু’টি ম্যাচের টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে। চ্যাম্পিয়নস ট্রফির ক্ষতিগ্রস্ত ম্যাচগুলির মধ্যে রয়েছে ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা এবং ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম পাকিস্তান।’

যদিও টিকিটের টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে একাধিক শর্ত রেখেছেন পিসিবি কর্তারা। হসপিটালিটি বক্স এবং পিসিবি গ্যালারির টিকিটের দাম ফেরত দেওয়া হবে না বলে জানানো হয়েছে। টিকিটের টাকা ফেরত পাওয়ার জন্য আসল এবং অক্ষত টিকিট কাউন্টারের জমা দিতে হবে প্রমাণ হিসাবে। অন্য কারও হয়ে টিকিটের টাকা ফেরত নেওয়া যাবে না। প্রকৃত ক্রেতাকেই নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিটের টাকা ফেরত নিতে হবে। ১০ থেকে ১৪ মার্চের মধ্যে টিকিটের টাকা ফেরত নিতে হবে সংশ্লিষ্ট ক্রেতাদের।

এদিকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী টিকিটের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। টিকিট নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে কোনো টাকা ফেরত দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মদনে প্রয়াত সাংবাদিকদের স্বরণে দোয়া ও ইফতার মাহফিল

চ্যাম্পিয়নস ট্রফি বৃষ্টিতে ভেস্তে যাওয়া ২টি ম্যাচের টাকা ফেরত দেবে পাকিস্তান

আপডেট টাইম : ১১:৩৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে বৃষ্টির কারণে সম্পূর্ণ ভেস্তে যাওয়া দু’টি ম্যাচের টিকিটের টাকা সমর্থকদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রাওয়ালপিন্ডিতে বৃষ্টির জন্য অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান বনাম বাংলাদেশে ম্যাচের টস করাও সম্ভব হয়নি। পিসিবি নিয়ম অনুযায়ী এই দুই ম্যাচের টিকিটের টাকা ফেরত দেবে।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি খেলা ছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার। আর ২৭ ফেব্রুয়ারি ছিল পাকিস্তান এবং বাংলাদেশের ম্যাচ। তবে বৃষ্টির জন্য টসও করা যায়নি এই দুই ম্যাচে। এক বলও খেলা না হওয়ায় টিকিটের পুরো টাকা ফেরত পাবেন ক্রিকেটপ্রেমীরা।

গতকাল শনিবার বিবৃতি দিয়ে পিসিবি জানিয়েছে, ‘রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে একটি বল ছাড়াই পরিত্যক্ত হওয়া দু’টি ম্যাচের টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে। চ্যাম্পিয়নস ট্রফির ক্ষতিগ্রস্ত ম্যাচগুলির মধ্যে রয়েছে ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা এবং ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম পাকিস্তান।’

যদিও টিকিটের টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে একাধিক শর্ত রেখেছেন পিসিবি কর্তারা। হসপিটালিটি বক্স এবং পিসিবি গ্যালারির টিকিটের দাম ফেরত দেওয়া হবে না বলে জানানো হয়েছে। টিকিটের টাকা ফেরত পাওয়ার জন্য আসল এবং অক্ষত টিকিট কাউন্টারের জমা দিতে হবে প্রমাণ হিসাবে। অন্য কারও হয়ে টিকিটের টাকা ফেরত নেওয়া যাবে না। প্রকৃত ক্রেতাকেই নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিটের টাকা ফেরত নিতে হবে। ১০ থেকে ১৪ মার্চের মধ্যে টিকিটের টাকা ফেরত নিতে হবে সংশ্লিষ্ট ক্রেতাদের।

এদিকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী টিকিটের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। টিকিট নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে কোনো টাকা ফেরত দেওয়া হবে না বলে জানানো হয়েছে।