জেলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে জাতীয় ভোটার দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ইউএনও অহনা জিন্নাতের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, জামায়েতর নায়েবে আমীর রিয়াজ উদ্দিন (ইদ্রিস মাস্টার), বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরো, উপজেলা নির্বাচন অফিসারন(ভারপ্রাপ্ত) অন্ত কাপুর বিপুল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জল, জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় বণিক সমিতির সভাপতি মাহমুদুর রহমান মিঠু, মদন বাজার বণিক সমিতির সভাপতি ডা. দেলোয়ার হোসেন চৌঃ প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা ইমরান হাবিব, সমবায় কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী রোমমান আরা, পরিসংখ্যান কর্মকর্তা পলাশ কুমার রায়, পাট কর্মকর্তা হারুনর রশীদ প্রমূখ।