অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমঃ
কিছু কিছু কথা শুন
হাসতেও পারি না
আবার কাঁদতেও পারিনা
এ কি সব জ্বালায় জ্বলছে যন্ত্রণা।
কিছু কিছু কাজ দেখে
ফুলিযে রাখি গাল
কাজের ধরণ বারন দেখে
ইচ্ছে করে তুলে ফেলি গায়ের চাল।
চাঁদকে ডেকে বলি
আয়না সঙ্গী হতে আমার
ভূত পেত্নীর মাথা থেকে
দূর করি সকল অনাচার।
মুক্তির স্বাদ কত মধুর
বেদনা কতটুকু কষ্টদায়ক
মির জাফরের কান কেটে বুঝাই
সে ছিল কত বড় নিকৃষ্ট কল নায়ক।
যুগে যুগে যত অনাচার অবিচার
মানবতাকে করেছে ক্ষত বিক্ষত
প্রকৃতি তাদের করেনি ক্ষমা
অন্যয় অবিচার সহ্য করবো কতো।
নিজের ভেতর গত আত্মার
যদি না পারো মানবতাকে করতে উদ্ধার
কি হবে ঢাল তলোয়ার হাতে তুলে
পারবে কি কয়লা ধুয়ে করতে ময়লা পরিস্কার।