রাজধানীর বায়ুদূষণের মাত্রা কয়েকদিন কম থাকলেও আবার বাড়তে শুরু করেছে। আজ বুধবার বিশ্বের দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় ১০ম স্থানে রয়েছে ঢাকা। এদিন ১৩৩ স্কোর রেকর্ড করা হয়েছে ঢাকার, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
স্থানীয় সময় সকাল ৯টা ৫২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
সূচকের তথ্য অনুযায়ী, আজ বিশ্বের বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, যার স্কোর ৬৮৬। ১৯১ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি এবং ১৭২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে চীনের বেইজিং।
এর পর চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৭১ এবং ১৬৫ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়।এ ছাড়া ষষ্ঠ অবস্থানে নেপালের কাঠমান্ডু, স্কোর ১৫৬ এবং ১৫৩ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে চীনের চেনডু। ১৪৭ স্কোর নিয়ে সেনেগালের ডাকার অষ্টম স্থানে এবং ইন্দোনেশিয়ার জাকার্তা, স্কোর ১৩৭ নিয়ে নবম স্থানে রয়েছে।
বায়ুর গুণমান সূচক (একিউআই) অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে বায়ুর গুণমানকে ‘মাঝারি’ হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ এর মধ্যে স্কোর থাকলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। এই সময় সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোর ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।