ড. গোলসান আরা বেগমঃ
এসো বঙ্গবন্ধুর গল্প বলি
কি করে হলো নেতা
লড়াই বিপ্লবের পতাকা হাতে
হলো বাঙালির পিতা।
একটি ছেলে জন্মেছিলো
টুঙ্গি পাড়া গ্রামে
হাসি খুশী দুষ্টু প্রকৃতির
শেখ মুজিবুর নামে।
খেলাধুলায় ছিলো চঞ্চল
ছিলো মানব দরদী
ইতি কথা হতো উজ্জল
ছেলেটি থাকতো যদি।
সেই ছেলেটির ভাগ্যে আঁকা
ছিলো রাজার রাজটিকা
চোখে ছিলো মানুষের স্বপ্ন
স্বধীনতার বিজয় পতাকা।
একাত্তরে সফল অর্জনের পর
বাংলাদেল পেলাম
রক্তের জামা পড়িয়ে দিয়ে
পঁচাত্তরে মুজিবকে হারালাম।
এসো শুনাই খুনীর নির্মমতা
নতুন প্রজন্মকে
মুজিবের ত্যাগ তিতিক্ষার কথা
হৃদয়ে রাখি লিখে।
সুউচ্চ তর্জনী সাহসি বুক
বজ্রকন্ঠি হুংকার
হাজার বছরের শ্রেষ্ট সন্তান
নেই তুলনা তাঁর।
শোনে রাখো মুর্খের দল
যতই করো জিঘাংসা
চাইলেও মুছা যাবে না
বঙ্গবন্ধুর ভালোবাসা।