ড. গোলসান আরা বেগমঃ
বেদনা সিক্ত শব্দগুলো পাশে বসে থাকে
বার বার আঙ্গুল ধরে টেনে নিয়ে যায়
কবিতার টেবিলে, খাতা ও কলমে
কেন আমার মন খারাপ
কেউ বুঝতে চায় না।
টিপ টিপ বৃস্টি।শ্রাবণের ধারা
পাহাড়ের গায়ে রংধনুু
সাত রংএ মিশে করে আগুন রাঙা অভিমান
মনের দরজা ছিলো খোলা
শুনিয়েছিলো আধ ভেজা বৃস্টির গান।
মন খারাপ কেন হয়।আমার কিসের ভয়
কদম ফুলে দোলে স্বপ্নময় মেঘ
বৃস্টির চোখে নেই কবিতা লেখার কারুকাজ
কি করে বোঝাই মন খারাপ আমার আজ।
বর্ষন সিক্ত শ্রাবণ বিরহে কাতর
শব্দ বোনা যায় না বৃস্টির ঠোঁটে
বিষন্ন চোখে বানভাসি আশ্রয় দেখে
কিছু ভাবতে পারি না
কিছু মনে রাখতে পারি না
তবু বৃস্টির ফুল ফোটে।