,

image-547419-1651557702

সাত বছর পর আবারও একসঙ্গে শাহরুখ-কাজল

হাওর বার্তা ডেস্কঃ শাহরুখ-কাজল জুটি বলিউডে বহু কালজয়ী সিনেমার মুখ্য চরিত্রে কাজ করেছেন। এই জুটির জনপ্রিয়তা বি-টাউনে আকাশচুম্বী। তবে খুব বেশি সংখ্যক ছবিতে এই দুজনকে একসঙ্গে দেখা যায়নি।

শাহরুখ-কাজল ভক্তদের জন্য সুখবর। শিগগিরই এই জুটিকে আবারও বড় পর্দায় দেখা যেতে পারে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-এর শুটিং চলছে। পরিচালক করণ জোহর শুটিং সেট থেকে একাধিক ছবি এবং ভিডিও শেয়ার করেছেন।

এতে দেখা গেছে, ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং এবং আলিয়া ভাট।  বলিউড আইকনিক জুটি কাজল-শাহরুখকেও একটি বিশেষ ভূমিকায় রাখা হয়েছে ছবিটিতে।

বলিউড লাইফ ডটকমের প্রতিবেদন বলছে, শিগগিরই মুম্বাইয়ে ছবির শ্যুটিংয়ে অংশ নেবেন কাজল ও শাহরুখ।

জানা গেছে, প্রচণ্ড ব্যস্ত শিডিউলের ফাঁকে একদিন সময় বের এই ছবির শ্যুটিং সারবেন শাহরুখ। কাজল ও তাকে কোনে বিশেষ গান বা কোনও বিশেষ দৃশ্যে হাজির হবেন কিনা তা এখনও জানা যায়নি। জোহর দীর্ঘদিন পর পরিচালক হিসেবে ফিরে আসতে পেরে নিজে খুব উচ্ছ্বসিত। তিনি নিশ্চিত করছেন, সবকিছু নিখুঁত হবে এবং অনুরাগীদের সন্তুষ্ট করবেন।’

সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে সাত বছর পর ফের বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ-কাজল জুটিকে। এর আগে রোহিত শেট্টি পরিচালিত ‘দিলওয়ালে’ ছবিতে ২০১৫ সালে একসঙ্গে দেখা গিয়েছিল বলিউডের এই আইকনিক জুটিকে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর