,

image-543625-1650487051

দিঘী এবার মিউজিক ভিডিওতে

 হাওর বার্তা ডেস্কঃ ছোট বেলা থেকেই বড় তারকা দিঘী। তবে সাম্প্রতিক সময়ে পরিণত হয়ে অভিনয়ে আলোচিত তিনি। চলচ্চিত্রের এই সম্ভাবনাময় অভিনেত্রী দিঘী প্রথমবার মিউজিক ভিডিওতে পারফর্ম করলেন।

‘আউলা ঝাউলা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন লাবনী। মিজানুর রহমানের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন উজ্জ্বল রহমান। আরটিভি মিউজিকের ব্যানারে এটির দৃশ্য ধারণ করা হয় সম্প্রতি।

মিউজিক ভিডিওতে প্রথমবার অভিনয় প্রসঙ্গে দিঘী বলেন, কাজটি খুব ব্যতিক্রম ধরনের হয়েছে। মনে হচ্ছিল যেন মিউজিক ভিডিও নয় সিনেমার গানের শুটিং করছি। ভিডিওটি নিয়ে আমি খুব আশাবাদী।

নাচ-নির্ভর এই মিউজিক ভিডিওটি আগামী ঈদে আরটিভির বিশেষ অনুষ্ঠানে এবং আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। এদিকে সিনেমার অভিনয় নিয়েও ব্যস্ত সময় কাটছে দিঘীর। ঈদের পর তার অভিনীত নতুন সিনেমা মুক্তি পাবে বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর