,

image-541534-1649976998

স্কুলের গেটে দাঁড়িয়ে অরিজিৎ সিং, ছবি ভাইরাল

হাওর বার্তা ডেস্কঃ বলিউডের মিউজিক সেনসেশন অরিজিৎ সিংয়ের একটি ছবি সম্প্রতি ভাইরাল।

ছবিতে দেখা গেছে, অতি সাধারণ বেশে একটি স্কুলের গেটে দাঁড়িয়ে আছেন অরিজিৎ। হাতে ফোন নিয়ে দাঁড়ানো অরিজিতের চোখেমুখে নেই কোনো আড়ম্বতার ছাপ। এ গায়কের আশেপাশে আরও কয়েকজন মানুষ দাঁড়িয়ে।

বলিউডের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক সিংগারের এমন হাল দেখে অনেকেই।

মুম্বাইয়ের আন্ধেরিতে বিলাসবহুল ফ্ল্যাটে বসবাসরত অরিজিৎ কি করছেন স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে? স্কুলটি মুম্বাইয়ের অভিজাত এলাকায় নয় তা বেশ বোঝা যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, ছেলেকে নিয়ে স্কুলে আসেন অরিজিৎ। নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যান তিনি। গেট না খোলায় অন্যসব অভিভাবকের মতো তিনিও ছেলেকে নিয়ে দাঁড়িয়ে থাকেন স্কুলগেটের সামনে। সঙ্গে অরিজিতের স্ত্রীও ছিলেন।

মুম্বাই বা কলকাতার নামিদামি স্কুলে নয় মুর্শিদাবাদের বরহরমপুরের এক স্কুলে নিজের ছেলেকে ভর্তি করিয়েছেন অরিজিৎ। স্কুলের নাম মাউন্ট লিটেরা জি স্কুল।

এতো বড় তারকার ছেলে এমন মফস্বলের স্কুলে পড়ানোর খবরে অনেকেই বিস্মিত।

এ নিয়ে অবশ্য সবাই অরিজিতের প্রশংসাই করছেন। তারকা হয়েও তার এমন সাধারণ জীবন-যাপন সবাইকে মুগ্ধ করেছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর