নেইমার ফুটবলের পর যে পেশায় নাম লিখবেন

হাওর বার্তা ডেস্কঃ ফুটবল খেলেই সুপারস্টার হয়েছেন নেইমার। কিন্তু এর বাইরেও একটা খেলা খুব পছন্দ করেন ব্রাজিলিয়ান তারকা। ফুটবল থেকে অবসর নেওয়ার পর সেই খেলাতেই পেশাদার হতে চান তিনি। একজন পেশাদার পোকার খেলোয়াড় হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন ২৯ বছর বয়সী ফরোয়ার্ড।

পোকারের প্রতি কতটা আবেগ কাজ করে নেইমারের, তার দৃষ্টান্ত তৈরি করেছেন পোষা কুকুরের নাম ‘পোকার’ রেখে। ২০১৪ সালে দেশের মাটিতে বিশ্বকাপ চলাকালে এই খেলা খেলতে শুরু করেছিলেন তিনি। তারপর থেকে তৈরি হয়েছে টান।

বার্সায় থাকতে পোকার খেলতেন জেরার্দ পিকের সঙ্গে। এখন পিএসজিতে তার পোকার প্রতিপক্ষ কেইলর নাভাস ও লিয়ান্দ্রো পারেদেস।

পোকারের প্রতি তার আগ্রহ দেখে সিনিউজ জানতে চায়, ফুটবল থেকে অবসরের পর পেশাদার পোকার খেলোয়াড় হওয়ার কোনও লক্ষ্য আছে কি না। মনের মতো প্রশ্ন করায় সোজাসাপ্টা উত্তর, ‘এটা সত্যি, একদম সত্যি। আমি যে কাজগুলো সবচেয়ে বেশি করতে ভালোবাসি, তার মধ্যে এটা একটা। আমি খুব মজা পাই এবং মনে করি ফুটবল খেলা শেষে আমি টুর্নামেন্টে খেলতে পারবো, বিভিন্ন দেশে গিয়ে খেলতে পারবো। আমি সবসময় তাই চেয়েছি এবং আমার ক্যারিয়ারের কারণে তা হয়নি।’

ফুটবল ছেড়ে দেওয়ার পর পোকারে মনোযোগ দিতে চান নেইমার, ‘আমি যখন ফুটবল ক্যারিয়ার শেষ করবো, তখন আমি এই ধরনের টুর্নামেন্ট খেলতে দেশ-বিদেশ ঘুরবো। পোকার ও ফুটবলের মধ্যে অনেক মিল, আমার মতে মনোযোগ তার মধ্যে একটি। প্রতিপক্ষকে পড়তে পারা, এই খেলা খুবই গুরুত্বপূর্ণ।’

ফুটবল আর পোকারের মধ্যে যে মিল দেখেন পিএসজি স্ট্রাইকার, ‘ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমি যা করি ম্যাচটা বোঝার চেষ্টা করি, প্রতিপক্ষকে পড়ি এবং সুযোগ খুঁজি আক্রমণে যাওয়ার। পোকারেও একই ব্যাপার। ম্যাচ ও প্রতিপক্ষদের পড়া এবং তাদের ওপর চড়াও হওয়ার সঠিক সময় বের করা।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর