বইমেলায় এসেছে অরণ্য পাশার আত্মস্মৃতিমূলক ছোট গল্পের বই ‘আনন্দ আশ্রম।’
আনন্দ আশ্রম প্রসঙ্গে অরণ্য পাশা বলেন, ‘এ শহরে পালিয়ে আসার আগে আমার একটা জীবন ছিলো। গ্রাম । আমার সৃমদ্ধ শৈশব, কৈশোর। হাল চাষ, রোয়া বোনা, আলু-টমেটো চাষ, রাই সরিষার ক্ষেত, মাঠের দিঘী। টুকরো টুকরো স্মৃতি। আমার যাপিত জীবন। এ শহরে নিজেকে মানিয়ে নেয়ার গল্প। না শহর না গ্রাম। কোথাও মনটাকে স্থিতু করতে পারিনি। এই সব দোলাচলের গল্প নিয়েই আনন্দ আশ্রম। আশা করি বইটি পড়ে পাঠকেরা নস্টালজিয়ায় ভুগবেন। স্মৃতি এসে উঁকি দেবে মনের কোণে।’আত্মস্মৃতিমূলক ছোট গল্পের বই ‘আনন্দ আশ্রম
লেখক প্রায় ৭ বছর ধরে মিডিয়ার সঙ্গে যুক্ত। সাংবাদিকতা দিয়ে পেশা জীবন শুরু করলেও পাশাপাশি গীতিকার ও মডেল হিসেবে পেয়েছেন আলাদা পরিচিতি। জন্ম বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার আটুইল (বেড়াগ্রাম) গ্রামে। পিতা মজিবর রহমান ও মাতা আমেনা খাতুনের ৫ সন্তানের মধ্যে লেখক সবার ছোট। তিনি বর্তমানে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভিতে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
আনন্দ আশ্রম এর প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটির মূল্য কমিশন বাদে রাখা হয়েছে ১৫০ টাকা। পাওয়া যাচ্ছে দেশ পাবলিকেশন্সের ৪০৭-৪০৮ নং স্টলে (সোহওয়ারর্দি উদ্যান)।
সংবাদ শিরোনাম
আত্মস্মৃতিমূলক ছোট গল্পের বই ‘আনন্দ আশ্রম
- Reporter Name
- আপডেট টাইম : ১১:৪১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০১৬
- ৬০৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ