এবার পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতলেন প্রিয়াংকা

আমেরিকান টিভি সিরিয়াল কোয়ান্টিকোয় প্রিয়াংকা চোপড়ার অভিনয়ের বাহবা দিয়েছেন সবাই। প্রিয়াংকার সেই অভিনয় যে কতটা দুর্দান্ত হয়েছে তার প্রমাণ মিলল আরও একবার। এবিসি নেটওয়ার্কের সিরিয়ালটিতে অভিনয়ের জন্য ২০১৬ সালের পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন সাবেক এ বিশ্বসুন্দরী।

শুধু বলিউড কিংবা ভারতীয় নয়, দক্ষিণ এশীয়দের মধ্যেই প্রথম এ পুরস্কার জিতলেন কোয়ান্টিকোর ‘অ্যালেক্স প্যারিশ’। কোয়ান্টিকো সিরিয়ালে এফবিআইর শিক্ষানবিশ গোয়েন্দা অ্যালেক্স প্যারিশের চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াংকা। ৯/১১ হামলার পর সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ওই নারী। এফবিআইর প্রধান টার্গেটে পরিণত হওয়ার পর নিজেকে নির্দোষ প্রমাণে আসল দোষীদের খুঁজে বের করার অভিযানে নামেন অ্যালেক্স।

জশুয়া স্যাফ্রান নির্মিত ‘কোয়ান্টিকো’য় আরও অভিনয় করেছেন জেইক ম্যাকলাফলিন, ডাগরে স্কট, অনজানু এলিস, জোহানা ব্র্যাডি, টেইট এলিংটন, গ্র্যাহাম রজার এবং ইয়াসমিন আল মাস্রি।পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতলেন প্রিয়াংকা

সম্মানজনক এ পুরস্কার পাওয়ার পথে হলিউডের কুশীলব এমা রবার্টস, জেমি লি কার্টিস, লি মিচেল, মার্সিয়া গে হার্ডেনের মতো তারকাদের পেছনে ফেলেছেন ‘বাজিরাও মাস্তানি’ ৩৩ বছর বয়সী এ অভিনেত্রী।

পুরস্কার জেতার পর টুইটারে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াংকা চোপড়া। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর