শত প্রতিকূলতার মাঝেও কমিটমেন্ট রক্ষা করে চলেছি -ধ্রুব গুহ

হাওর বার্তা ডেস্কঃ যে পাখি ঘর বোঝে না’ দিয়ে সংগীতাঙ্গনে পরিচিতি লাভ করেন সংগীতশিল্পী ধ্রুব গুহ। এরপর ধারাবাহিকভাবে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দেন। এরইমধ্যে তার হাত ধরেই যাত্রা শুরু হয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনের। অল্প সময়ে সংগীতাঙ্গনে বেশ ভালো গ্রহণযোগ্যতা তৈরি করে প্রতিষ্ঠানটি। সব মিলিয়ে চলতি সময়ে কেমন আছেন? ধ্রুব গুহ উত্তরে বলেন, গত কয়েক মাস করোনা পরিস্থিতিতে কেউই তেমন ভালো নেই। সংগীতাঙ্গনের অবস্থাও তেমন ভালো নয়। শিল্পী এবং ধ্রুব মিউজিক ষ্টেশনের কর্ণধার হিসেবে শ্রোতাদের প্রতি আমার কমিটমেন্ট রয়েছে। শত প্রতিকূলতার মাঝেও কমিটমেন্ট রক্ষা করে চলেছি।

এই ঈদেও আমরা ১২ টি গান প্রকাশ করেছি। তাছাড়া করোনার এই সময়ে যেন ইন্ডাস্ট্রি চাঙা থাকে সেজন্য আমরা সংগীত প্রতিযোগীতার আয়োজন করেছি। এর নাম ‘ধ্রুব মিউজিক আমার গান’। এ সম্পর্কে বিস্তারিত জানতে চাই। ধ্রুব গুহ বলেন,  এদেশে অনেক প্রতিভা লুকিয়ে আছে, যারা নিজে গান লিখে, নিজে সুর করে এবং নিজেই গায়। কিন্তু সুযোগের অভাবে নিজের সেই প্রতিভার বিকাশ ঘটাতে পারে না। এই অলরাউন্ডারদের জন্য ‘ধ্রুব মিউজিক আমার গান’। প্রতিযোগিতায় সেরা ৩ গান অবলম্বনে নির্মিত হবে নাটক। আর সেরা দশজনের ১০টি মৌলিক গান প্রযোজনা করবে ধ্রুব মিউজিক স্টেশন। একজন শিল্পী ও সংগীত প্রযোজক হিসেবে এই সময়ে গানের অবস্থা কেমন দেখছেন? কোথায় যাচ্ছি আমরা? ধ্রুব গুহ উত্তরে বলেন, সত্যি বলতে এখন বিনোদনের মাধ্যম অনেক। তার মাঝে গান একটি। আগের তুলনায় দেখবেন ইউটিউবে অনেক ধরনের কনটেন্ট প্রকাশ হচ্ছে। নাটক, শর্টফিল্ম, ওয়েব সিরিজ, ম্যাগাজিন অনুষ্ঠান, সংবাদ- কি নেই ইউটিউবে। এর ফলে শ্রোতা-দর্শক এখন ভাগ হয়ে গেছে। আগে যে শ্রোতা গান শুনতেন কিংবা দেখতেন, তিনি এখন অন্য কন্টেন্ট দেখাতেও সময় দিচ্ছেন। তবে আমি থেমে যাওয়ার মানুষ নই। আমি শিল্পী ও প্রযোজক হিসেবে গানকেই বেশি প্রাধান্য দিচ্ছি। আমরা আমাদের প্রতিষ্ঠানের শুরু থেকে প্রতি সপ্তাহে অন্তত একটি করে গান প্রকাশ করে যাচ্ছি। আর উৎসবগুলোতে বিশেষ আয়োজন তো রয়েছেই। নিজের গানের কি খবর আপনার? ধ্রুব গুহ বলেন, নিজের গানও প্রস্তুত হয়ে আছে। তবে ভিডিও করা বাকী আছে। হয়তো খুব দ্রতই ভিডিও করে সেটা প্রকাশ করবো শ্রোতা-দর্শকদের জন্য।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর