ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সবাই এখন হাবু ভাই নামেই ডাকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
  • ১৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ তোমার রান্নার হাতটা একটু দেখবো’- সংলাপটি খুব চেনা নয় কি? হ্যাঁ, এটি জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র হাবু ভাই চরিত্রে অভিনয় করা চাষী আলমের মুখে বারবার উচ্চারিত হয়েছে। ক্যারিয়ারে অনেক নাটকেই অভিনয় করেছেন চাষী আলম। কখনো রাজনীতিবিদ আবার কখনো ভিলেন। তবে ব্যাচেলর পয়েন্টের হাবু ভাই চরিত্র তাকে নিয়ে গেছে অন্যরকম জনপ্রিয়তায়। মানবজমিনের সঙ্গে আলাপনে এই অভিনেতার কাছ থেকে জানা যায় পথে ঘাটে এখন কেউ তাকে চাষী আলম হিসেবে চেনেন না। তিনি বলেন, বাপ-মা একটা নাম দিয়েছেন। সেই নামে এখন কেউ ডাকে না। সবাই হাবু ভাই নামেই ডাকে।

শুটিং সেটেও অনেকে এই নামে ডাকে। বর্তমান ব্যস্ততা কি নিয়ে জানতে চাইলে চাষী আলম  বলেন, আমি তো পেশাদার অভিনেতা নই। ভালো লাগা থেকে করি। একটা চাকরি করি। সেটার পাশাপাশি অভিনয় করি। আমার কিছু মনে থাকে না। কোন্‌ নাটক, কবে কোথায় প্রচার হবে। শুধু শুটিং সেটে যাই। তখন পরিচালককে জিজ্ঞেস করি কি সংলাপ দেয়া লাগবে। এইতো। তারপরও যতদূর বলতে পারি, ঈদের জন্য এ পর্যন্ত ৮-১০টি নাটকে কাজ করেছি। এরমধ্যে দুই তিনটির কথা মনে পড়ছে। একটি কাজল আরেফিন অমির পরিচালনায় ‘মাস্ক’। আরেকটির নাম ‘থ্রি নট থ্রি’। এটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। আরেকটি হলো আলোক হাসানের ‘ইয়ে করে বিয়ে’। নিজের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, আমি বরাবরই জীবনকে উপভোগ করি। যখন যা ভালো লাগে তাই করি। আমি একজন অভিনেতা। অনেক মানুষের ভালোবাসার পাত্র। তাই বলে সেটা নিয়ে অহংকার করি না। সাধারণ মানুষের মতোই জীবনযাপন করি। মহল্লার টং দোকানে বসে চা খাই। সবার সঙ্গে মিশে যাই। তিনি আরো বলেন, আমার সঙ্গে সবার ভাই-বন্ধু সম্পর্ক। তবে নিজেকে প্রচারের আড়ালে রাখি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

সবাই এখন হাবু ভাই নামেই ডাকে

আপডেট টাইম : ১১:৪২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০

হাওর বার্তা ডেস্কঃ তোমার রান্নার হাতটা একটু দেখবো’- সংলাপটি খুব চেনা নয় কি? হ্যাঁ, এটি জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র হাবু ভাই চরিত্রে অভিনয় করা চাষী আলমের মুখে বারবার উচ্চারিত হয়েছে। ক্যারিয়ারে অনেক নাটকেই অভিনয় করেছেন চাষী আলম। কখনো রাজনীতিবিদ আবার কখনো ভিলেন। তবে ব্যাচেলর পয়েন্টের হাবু ভাই চরিত্র তাকে নিয়ে গেছে অন্যরকম জনপ্রিয়তায়। মানবজমিনের সঙ্গে আলাপনে এই অভিনেতার কাছ থেকে জানা যায় পথে ঘাটে এখন কেউ তাকে চাষী আলম হিসেবে চেনেন না। তিনি বলেন, বাপ-মা একটা নাম দিয়েছেন। সেই নামে এখন কেউ ডাকে না। সবাই হাবু ভাই নামেই ডাকে।

শুটিং সেটেও অনেকে এই নামে ডাকে। বর্তমান ব্যস্ততা কি নিয়ে জানতে চাইলে চাষী আলম  বলেন, আমি তো পেশাদার অভিনেতা নই। ভালো লাগা থেকে করি। একটা চাকরি করি। সেটার পাশাপাশি অভিনয় করি। আমার কিছু মনে থাকে না। কোন্‌ নাটক, কবে কোথায় প্রচার হবে। শুধু শুটিং সেটে যাই। তখন পরিচালককে জিজ্ঞেস করি কি সংলাপ দেয়া লাগবে। এইতো। তারপরও যতদূর বলতে পারি, ঈদের জন্য এ পর্যন্ত ৮-১০টি নাটকে কাজ করেছি। এরমধ্যে দুই তিনটির কথা মনে পড়ছে। একটি কাজল আরেফিন অমির পরিচালনায় ‘মাস্ক’। আরেকটির নাম ‘থ্রি নট থ্রি’। এটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। আরেকটি হলো আলোক হাসানের ‘ইয়ে করে বিয়ে’। নিজের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, আমি বরাবরই জীবনকে উপভোগ করি। যখন যা ভালো লাগে তাই করি। আমি একজন অভিনেতা। অনেক মানুষের ভালোবাসার পাত্র। তাই বলে সেটা নিয়ে অহংকার করি না। সাধারণ মানুষের মতোই জীবনযাপন করি। মহল্লার টং দোকানে বসে চা খাই। সবার সঙ্গে মিশে যাই। তিনি আরো বলেন, আমার সঙ্গে সবার ভাই-বন্ধু সম্পর্ক। তবে নিজেকে প্রচারের আড়ালে রাখি।