ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ক্লান্তিকে আমি ছুটি দিয়েছি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি সময়ের আলোচিত গায়িকা সানিয়া সুলতানা লিজা। বর্তমানে প্লেব্যাক, অডিও গান, স্টেজ শো’সহ গানের প্রতিটি ক্ষেত্রেই ব্যস্ত সময় পার করছেন । বর্তমান ব্যস্ততা ও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন লিজা। তার সঙ্গে কথা বলে লিখেছেন ফয়সাল রাব্বিকীন

আপনার কি অবস্থা? কেমন চলছে দিনকাল?
খুব ভালো চলছে। তবে ব্যস্ততার মধ্য দিয়ে কাটছে সময়টা।

ব্যস্ততাটা কি নিয়ে?
গান নিয়েই ব্যস্ততা যাচ্ছে। আসলে সারা বছরই স্টেজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। তবে শীতের মৌসুমটায় ব্যস্ততা থাকে বেশি। এখনো টানা শো করছি বিভিন্ন স্থানে।

মাঝে মধ্যে একদিনে দু’টো করেও শো করতে হচ্ছে। এভাবে টানা শো  চলবে আরো কিছুদিন। সত্যি বলতে ক্লান্তিকে আমি ছুটি দিয়েছি! তাই আর পাশে ঘিরছে না। আর সব কিছুর মূলেই রয়েছে শ্রোতাদের ভালোবাসা।

নতুন গানের কি খবর?
নতুন গানের কাজ চলছে। আমি একটু সিলেক্টিভ কাজ করতে পছন্দ করি। অনেক গান করতে হবে সেটা না। ভালো মানের কম গান করেও আমি সন্তুষ্ট। সর্বশেষ ‘তোমার স্মৃতিটুকু’ শীর্ষক গান প্রকাশ হয়েছিল ভিডিওসহ। বেশ ভালো সাড়া মিলেছে। এখানে অভিনেতা তৌসিফ ও পায়েলিয়া পায়েল মডেল হিসেবে কাজ করেছিল। তাছাড়া কিছু পরিকল্পনা রয়েছে গান নিয়ে। এ বছর নির্দিষ্ট সময় পর পর ভিডিওসহ গান প্রকাশ করবো।

প্লেব্যাক কি করা হচ্ছে?
সিনেমার গান করা হচ্ছে নিয়মিত। সর্বশেষ দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিতে গেয়েছি। ছবিটি সামনেই মুক্তি পাবে। এখানে ইমন সাহা দাদার সুর ও সংগীতে ইমরানের সঙ্গে দ্বৈত গান রয়েছে আমার। গানের শিরোনাম ‘তোমার আমার বিয়ে’। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার। এর বাইরেও নতুন কিছু সিনেমার গান নিয়ে কথা চলছে। ব্যাটে-বলে মিলে গেলে করে ফেলবো।

এখন অডিও ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে?
অবস্থা এখন মোটামুটি। খুব ভালোও না, আবার খারাপও না। তবে এখন কোম্পানির ওপর নির্ভর হয়ে থাকতে হচ্ছে না শিল্পীদের। নিজেরাই নিজেদের ইউটিউব চ্যানেলে গান প্রকাশ করতে পারছে। আমি অন্য কোম্পানি থেকেও গান প্রকাশ করছি। আমার নিজের চ্যানেলেও গান নিয়মিত করছি। আর গান প্রকাশ ও শোনা আরো সহজ হয়েছে আগের থেকে। সময়ের সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রির অবস্থা আরো ভালোর দিকে যাবে বলেই প্রত্যাশা রাখি।

এবার ভিন্ন প্রসঙ্গে আসি। প্রেম করছেন? করলে বিয়েটা কবে হচ্ছে?
আমি দুই নৌকায় পা রাখতে চাইছি না। গান নিয়ে ব্যস্ত আছি, তাই নিয়ে থাকতে চাই। বিয়ে নিয়ে ভাবছিই না এখন। অন্তত আরো কয়েক বছর সম্পর্ক কিংবা বিয়ে থেকে দূরে থাকতে চাই। আমার গানের ব্যস্ততা অনেক। সেটা নিয়েই থাকতে চাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ক্লান্তিকে আমি ছুটি দিয়েছি

আপডেট টাইম : ০৮:৫৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০

হাওর বার্তা ডেস্কঃ চলতি সময়ের আলোচিত গায়িকা সানিয়া সুলতানা লিজা। বর্তমানে প্লেব্যাক, অডিও গান, স্টেজ শো’সহ গানের প্রতিটি ক্ষেত্রেই ব্যস্ত সময় পার করছেন । বর্তমান ব্যস্ততা ও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন লিজা। তার সঙ্গে কথা বলে লিখেছেন ফয়সাল রাব্বিকীন

আপনার কি অবস্থা? কেমন চলছে দিনকাল?
খুব ভালো চলছে। তবে ব্যস্ততার মধ্য দিয়ে কাটছে সময়টা।

ব্যস্ততাটা কি নিয়ে?
গান নিয়েই ব্যস্ততা যাচ্ছে। আসলে সারা বছরই স্টেজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। তবে শীতের মৌসুমটায় ব্যস্ততা থাকে বেশি। এখনো টানা শো করছি বিভিন্ন স্থানে।

মাঝে মধ্যে একদিনে দু’টো করেও শো করতে হচ্ছে। এভাবে টানা শো  চলবে আরো কিছুদিন। সত্যি বলতে ক্লান্তিকে আমি ছুটি দিয়েছি! তাই আর পাশে ঘিরছে না। আর সব কিছুর মূলেই রয়েছে শ্রোতাদের ভালোবাসা।

নতুন গানের কি খবর?
নতুন গানের কাজ চলছে। আমি একটু সিলেক্টিভ কাজ করতে পছন্দ করি। অনেক গান করতে হবে সেটা না। ভালো মানের কম গান করেও আমি সন্তুষ্ট। সর্বশেষ ‘তোমার স্মৃতিটুকু’ শীর্ষক গান প্রকাশ হয়েছিল ভিডিওসহ। বেশ ভালো সাড়া মিলেছে। এখানে অভিনেতা তৌসিফ ও পায়েলিয়া পায়েল মডেল হিসেবে কাজ করেছিল। তাছাড়া কিছু পরিকল্পনা রয়েছে গান নিয়ে। এ বছর নির্দিষ্ট সময় পর পর ভিডিওসহ গান প্রকাশ করবো।

প্লেব্যাক কি করা হচ্ছে?
সিনেমার গান করা হচ্ছে নিয়মিত। সর্বশেষ দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিতে গেয়েছি। ছবিটি সামনেই মুক্তি পাবে। এখানে ইমন সাহা দাদার সুর ও সংগীতে ইমরানের সঙ্গে দ্বৈত গান রয়েছে আমার। গানের শিরোনাম ‘তোমার আমার বিয়ে’। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার। এর বাইরেও নতুন কিছু সিনেমার গান নিয়ে কথা চলছে। ব্যাটে-বলে মিলে গেলে করে ফেলবো।

এখন অডিও ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে?
অবস্থা এখন মোটামুটি। খুব ভালোও না, আবার খারাপও না। তবে এখন কোম্পানির ওপর নির্ভর হয়ে থাকতে হচ্ছে না শিল্পীদের। নিজেরাই নিজেদের ইউটিউব চ্যানেলে গান প্রকাশ করতে পারছে। আমি অন্য কোম্পানি থেকেও গান প্রকাশ করছি। আমার নিজের চ্যানেলেও গান নিয়মিত করছি। আর গান প্রকাশ ও শোনা আরো সহজ হয়েছে আগের থেকে। সময়ের সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রির অবস্থা আরো ভালোর দিকে যাবে বলেই প্রত্যাশা রাখি।

এবার ভিন্ন প্রসঙ্গে আসি। প্রেম করছেন? করলে বিয়েটা কবে হচ্ছে?
আমি দুই নৌকায় পা রাখতে চাইছি না। গান নিয়ে ব্যস্ত আছি, তাই নিয়ে থাকতে চাই। বিয়ে নিয়ে ভাবছিই না এখন। অন্তত আরো কয়েক বছর সম্পর্ক কিংবা বিয়ে থেকে দূরে থাকতে চাই। আমার গানের ব্যস্ততা অনেক। সেটা নিয়েই থাকতে চাই।