হাওর বার্তা ডেস্কঃ আইসিসি নারী বিশ্বকাপের সপ্তম আসর শুরু হচ্ছে শুক্রবার। এবারের আসর আয়োজন করছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শিরোপা ধরে রাখার মিশনে আসরের প্রথম ম্যাচে সিডনিতে ভারতের বিপক্ষে মাঠে নামবে অজিরা।
প্রতিযোগিতার আগের আসর গড়িয়েছিলো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সে আসরের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়ার মেয়েরা।
গত আসরের আগে পুরুষ ও নারী বিশ্বকাপ আয়োজিত হতো একই সময়ে। ২০১৬ সালের সে আসরে ওয়েস্ট ইন্ডিজ পুরুষ দলের পাশাপাশি শিরোপার উল্লাসে মেতে ওঠে নারী দলও। ভারতে অনুষ্ঠিত সে আসরে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতে নেয় প্রমীলা ক্রিকেট দল। সে বছরই বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপাও জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
২০০৯ সালে নারী বিশ্বকাপের উদ্বোধনী আসর মাঠে গড়ায় ইংল্যান্ডে। সে আসরে নিউজিল্যান্ডের মেয়েদের হারিয়ে শিরোপা জিতে নেয় স্বাগতিকরা। এরপর ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও বাংলাদেশে অনুষ্ঠিত পরের তিন আসরের শিরোপাই জিতে নেয় অস্ট্রেলিয়া।
টর্নামেন্টে এ পর্যন্ত অনুষ্ঠিত ছয় আসরে চারবারই শিরোপা জয় করেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বাকি দুটি শিরোপা ঘরে তুলেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল।
একনজরে কোন আসরে কে চ্যাম্পিয়ন:
২০০৯ ইংল্যান্ড
২০১০ অস্ট্রেলিয়া
২০১২ অস্ট্রেলিয়া
২০১৪ অস্ট্রেলিয়া
২০১৬ ওয়েস্ট ইন্ডিজ
২০১৮ অস্ট্রেলিয়া