চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আইসিসি বিশ্ব টি-টোয়েন্টি বাছাইয়ে পাপুয়া নিউ গিনিকে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার পাপুয়া নিউ গিনিকে ৪১ রানে হারিয়েছে জাহানারা আলমের দল। সূত্র ক্রিক ইনফোর।
এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে বাংলাদেশ। শুরুটা তেমন ভাল হয়নি বাংলাদেশের। দলীয় ২২ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে প্রমীলারা। তবে মিডল অর্ডারে ফারজানা হকের ২৮, নিগার সুলতানার ১৪, রিতু মনির ১৩ ও অধিনায়ক জানাহারার ১০ রানে ভর করে একশ রান সংগ্রহ করে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে পাপুয়া নিউ গিনিও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। বাংলাদেশি বোলারদের বোলিং তোপে মাত্র ৫৯ রানে অল আউট হয়ে যায় পাপুয়া নিউ গিনি। দলটির ওপেনার টি রুমা এবং লেয়ার অর্ডারে ভি ফ্রাঙ্কের ১৩ রান ছাড়া আর কেউ দুই অঙ্কের কোটায় পৌঁছাতে পারেনি।
বাংলাদেশি স্পিনার খাদিজা তুজ কোবরা সর্বোচ্চ ৫ উইকেট নেন। এছাড়া রুমানা আহমেদ নেন ৩ উইকেট। এছাড়া অধিনায়ক জাহানারা আলম ও লতা মণ্ডল ১টি করে উইকেট নেন।