৪ দিনব্যাপী নৌকাবাইচ

জেলায় ধরলায় অনুষ্ঠিত হচ্ছে চার দিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা।

বুধবার বিকেলে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন ভোগডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিব নৌকাবাইচ প্রতিযোগিতা চলবে শনিবার পর্যন্ত।

চারদিনের প্রতিযোগিতায় অংশ নেবে রৌমারীর দুরন্ত চিতা, পাটেশ্বরীর হাসি খুশি, পয়রাডাঙ্গার বাংলার বাঘ, ঘোগাদহের একতা এক্সপ্রেস, যাত্রাপুরের ভাই-বোন, কাঁচিচরের দাদা-নাতী, কুড়ারপাড়ের দশবন্ধু, ভোগডাঙ্গা কাঁচিচরের দশের দোয়াসহ ২০টি নৌকার দলগুলো।

প্রতিযোগিতার ১ম পুরস্কার মোটর সাইকেল। ২য় পুরস্কার একটি গরু। ৩য় পুরস্কার টেলিভিশন এবং একটি মোবাইল সেট দেওয়া হয়ে ৪র্থ বিজয়ী দলকে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঘোগাদহ ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক, যাত্রাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, স্থানীয় আ.লীগ নেতা তোফাজ্জল হোসেন, সাবদুল হক প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর